সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Tata Motots-র ন’য়া চমক! এবার ছোটা হাতি হয়ে যা’চ্ছে ইলেক্ট্রিক গাড়ি

টাটা মোটর (Tata Motors) সম্প্রতি সাধ্যের মধ্যে পণ্যবাহী ইলেকট্রিক গাড়ি নিয়ে হাজির হল। কোম্পানির জনপ্রিয় মালবাহী চার চাকা গাড়ি Tata Ace (ছোটা হাতি) -এর ইলেকট্রিক ভার্সন বাজারে এসেছে। লঞ্চের পরেই বিপুল সাড়া ফেলেছে এই গাড়ি।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই 39,000 বুকিং পেয়েছে এই গাড়ি। চলতি এই বছর জুলাই-অগাস্ট থেকে Ace EV ডেলিভারি শুরু করবে Tata Motors

কোম্পানির দাবি এক চার্জে 154 km চলবে এই গাড়ি। যদিও নতুন Tata Ace EV-র দাম এখনও প্রকাশ্যে আনেনি Tata Motors

আরো পড়ুন: ট্রেনে সফরকালে লোয়ার ও মিডল বার্থে আপনি কতক্ষণ শু’য়ে থা’ক’তে পারেন? নিয়ম জেনে নিন

কোম্পানির তরফে জানানো হয়েছে শীঘ্রই এই গাড়ির দাম প্রকাশ্যে আসবে। ইলেকট্রিক চালিত গাড়িতে পণ্য পরিবহণ শুরু হলে পরিবহনের খরচ অনেকটা কমে যাবে।

Amazon, Flipkart ও Big Basket কোম্পানিগুলিকে এই ইলেকট্রিক চালিত পণ্যবাহী গাড়ি বিক্রি করবে Tata Motors ইতিমধ্যেই এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আশা করা হচ্ছে লঞ্চের পরে গোটা দেশের রাস্তায় ইলেকট্রিক চালিত ছোটা হাতি দেখতে পাবেন দেশের সাধারণ মানুষ। বাইরে থেকে নতুন Tata Ace EV দেখতে এই গাড়ির পেট্রল ও ডিজেল চালিত ভার্সনের থেকে আলাদা নয়।

আরো পড়ুন: প্র’য়া’ত হলেন KGF খ্যা’ত স্টার অভিনেতা, শো’ক’স্ত’ব্ধ অনুরাগীরা

তবে এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে জবরদস্ত ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 154 km চলবে এই গাড়ি। থাকছে একটি 27 kW ইলেকট্রিক মোটর। এই মোটরে সর্বোচ্চ 36 bhp শক্তি ও 130 Nm টর্ক পাওয়া যাবে।

এই ইলেকট্রিক কার্গো গাড়িতে রয়েছে একগুচ্ছ আধুনিক ফিচার। থাকছে অত্যাধুনিক ব্যাটারি কুলিং সিস্টেম ও রিজেনেরিটিভ ব্রেকিং সিস্টেম। Tata Ace EV -তে সর্বোচ্চ 3332.16 kg মাল বহন করা যাবে।