সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকিস্তানে নির্বিচারে গু’লি করে হ’ত্যা ক’রা হলো হিন্দু ব্যবসায়ীকে, পথ অবরোধ ক’রে স্থা’নী’য় হিন্দুরা

পাকিস্তানে গুলিতে ঝাঁঝরা হিন্দু ব্যবসায়ী। সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ডাহারকি শহরে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এই ব্যবসায়ীকে। এই এলাকা থেকে দুই কিলোমিটার দূরে দাহার সম্প্রদায়ের মানুষের বাস। এই সম্প্রদায়ের প্রভাবশালীরাই খুনের ঘটনায় মূল অভিযুক্ত বলে মনে করেছে তদন্তকারীরা। পকিস্তানের দ্যা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সোমবার ঘটকি জেলায় একটুকরো জমিকে কেন্দ্র করে ব্যবসায়ী শতান লালের সঙ্গে সমস্যা তৈরি হয় স্থানীয় প্রভাবশালীদের।

Protesters block national highway over killing of Hindu trader

এরপর স্থানীয় প্রভাবশালীরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে হিন্দু ব্যবসায়ীকে। সাতান লালের জমিতে একটি তুলো কারখানা ও একটি ময়দার মিল তৈরি করা হয়েছিল। সোমবার দুটি মিলের উদ্বোধনের সময়ই এই ঘটনা ঘটে।

সাতান লালের বন্ধু অনিল কুমার জানান, তাঁরা স্থানীয় আধ্যাত্মিক নেতা সাইন সাধারাম সাহেবকেও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। ঠিক সেই সময়ই স্থানীয় দুষ্কৃতীরা এসে সাতান লালকে লক্ষ্য কের গুলি চালায়। সোমবার সাতান সাতাল লালকে গুলি করে হত্যা করা হয়।

তবে এই ঘটনা একদিনের নয়। বেশ কয়েক মাস আগে থেকেই স্থানীয় ব্যবসায়ী হিসেবে পরিচিত সাতান লালকে হুমকি দেওয়া হচ্ছিল। কয়েক মাস আগে সাতান লাল একটি ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করেছিলেন। সেই ভিডিও তিনি বলেছিলেন তাঁকে দুষ্কৃতীরা ক্রমাহত হুমকি দিচ্ছে।

Pakistan: Hindu businessman shot dead by unknown assailants in Sindh

হাত পা ভেঙে চোখ উপড়ে নেওয়ার কথাও বলেছে। ভিডিওতে তাঁকে পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন। তিনি আরও বলেছেন, তিনি পাকিস্তান ছেড়ে কোথাও যাবে না। এই দেশের মাটিতেই মরতে পছন্দ করবেন। তিনি হার মানবেন না বলেও জানিয়েছিলেন।