সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Airtel নি’য়ে এ’লো Credit Card, কি কি সুবিধা পাওয়া যা’বে দেখে নিন

ভারতী এয়ারটেল এবার বাজারে নিয়ে আসলো নতুন ক্রেডিট কার্ড। অ্যাক্সিস ব্যাংকের সাথে চুক্তি করে ক্রেডিট কার্ড পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছে এয়ারটেল। কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে এবার এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক এর সাথে যুক্ত হয়ে।

এই অংশীদারিত্বের অধীনে এয়ারটেল গ্রাহকদের প্রাক অনুমোদিত ঋণ দেওয়ার পাশাপাশি , পে লেটার অফারও দেওয়া হয়ে থাকবে। এক্সিস ব্যাঙ্ক ৩৪ কোটি এয়ারটেল গ্রাহকদের বিভিন্ন ডিজিটাল অফার থেকে শুরু করে ক্রেডিট দিতে সাহায্য করবে। মোট কথা একটি বিবৃতিতে জানানো হয়েছে, এক্সিস ব্যাঙ্ককে টায়ার-১ টায়ার -২ বাজারে ব্যবসা প্রসারিত করতে সাহায্য করবে।

মোট কথা যারা এই ক্রেডিট ব্যবহার করবে তাদের সুবিধা দেওয়া হবে অনেকরকম,যার মধ্যে Airtel Mobile/DTH রিচার্জে ২৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন, Airtel Black এবং Airtel Xstream Fiber পেমেন্টে, Airtel Thanks অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ/গ্যাস/পানিয় বিলে ১০% ক্যাশব্যাক।

আরো পড়ুন: গরমের দিন চ’লে এলো, ইলেক্ট্রিক বিল ক’মা’নো’র কৌ’শ’ল জেনে নিন

তার সাথে বিগ বাস্কেট, সুইগিতে খরচ করলে পাবেন ১০% ছাড়। তাছাড়া জোমাটোতেও রয়েছে অনেক সুবিধা।এছাড়া কার্ড এক্টিভেশনে পাবেন ৫০০ টাকার এমাজন ভাউচার।এদিকে আবার এক্সিস ব্যাঙ্ক এয়ারটেলের বিভিন্ন সাইবার নিরাপত্তাও ব্যবহার করবে বলেও জানা গেছে।

তবে এটা মাথায় রাখতে হবে, এই ক্রেডিট কার্ড টি কেবলমাত্র এয়ারটেল গ্রাহকদের জন্য , এয়ারটেল ফ্যাঙ্কস অ্যাপে ডিজিটাল আকারে পাওয়া যাবে। এদিকে আবার এক্সিস ব্যাঙ্ক এয়ারটেলের ডিজিটাল পরিষেবা সি-পাস প্ল্যাটফর্ম- এয়ারটেল আইকিউ-এর ভয়েস, মেসেজিং, ভিডিও, স্ট্রিমিং, কল মাস্কিং এবং ভার্চুয়াল কন্টাক্ট সেন্টার সলিউশন প্রসারিত করতে সাহায্য করবে।এই ক্রেডিট কার্ড এয়ারটেল গ্রাহকদের খুব সহজেই ক্যাশব্যাক, বিশ্বমানের ডিজিটাল পরিষেবা দিতে সাহায্য করবে।