সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরমের দিন চ’লে এলো, ইলেক্ট্রিক বিল ক’মা’নো’র কৌ’শ’ল জেনে নিন

ইতিমধ্যেই রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত, মার্চের মাঝামাঝি সময়ে যার কারণেই গ্রীষ্ম তার ইনিংস শুরু করল বলে। তেমনভাবেই শুরুই করেনি ইনিংস, তার মধ্যেই রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। ইতিমধ্যেই মানুষ জ্যাকেট, উলিকট ছেড়ে শুধু শার্ট পরে বাড়ির বাইরে বের হচ্ছে।

এতদিন ফ্যান , ফ্রিজ ,এসি সমস্ত কিছু বন্ধু থাকলেও এবার সমস্ত কিছুই চালু করা হয়েছে গরমের দাপট। আর সেই কারণেই গরমে বিদ্যুতের বিল আসে সীমাছাড়া। কিন্তু এই বিদ্যুতের বিল থেকে বাঁচার উপায় কি? একদিকে যেমন গরমেও থাকা মুশকিল, আরেকদিকে অত্যধিক বিদ্যুতের বিল মেটানোও মুশকিল। তাহলে এখন উপায়?

এর জন্য আপনাকে হতে হবে স্মার্ট, যদি আপনি বিদ্যুতের বিল কম করতে চান, তাহলে আপনাকে কিছুটা স্মার্ট ওয়ার্ক করতেই হবে। এমন অনেকবারই রয়েছে যেখানে কিনা অনেক যন্ত্রপাতি একসাথে চলে, এই কারণে আপনাকে ব্যবহার করতে হবে পাওয়ার স্ট্রিপ। যখন আপনি যে যন্ত্রপাতি ব্যবহার করবেন না তখন সে গুলোকে একসাথে বন্ধ করে, সহজেই বিদ্যুতের বিল কমাতে সক্ষম হবেন।

আরো পড়ুন: বিশ্বের কিছু ভ’য়’ঙ্ক’র রেস্টুরেন্টের নাম জানুন, ঢুকলেই আঁ’ত’কে উ’ঠ’বে’ন আপনি

অনেক ক্ষেত্রেই আমরা পুরনো বাল্ব ফিলামেন্ট যুক্ত সিএলএফ বাল্ব ব্যবহার করে থাকে, এখানে আমাদের নতুন এলইডি বাল্ব ব্যবহার করতে হবে। পুরনো বাল্বের বিদ্যুতের খরচ অত্যধিক। তাই আমাদের নতুন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতের বিল কমাতে হবে।

৯ ওয়াটের একটি এল ইডি বাল্ব ১১১ ঘন্টায় ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে।সেখানেই ১০০ ওয়াটের একটি ফিলামেন্ট বাল্ব ১০ ঘন্টায় ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে। তাই আপনাকে বুঝতে হবে কোনটা আপনার বিদ্যুতের বিল কমাতে সাহায্য করে।

বাল্বের সাথে সাথে বাজারে এখন অনেক নতুন স্মার্ট ডিভাইস চলে এসেছে। যেগুলো খুব সহজে বিদ্যুতের বিল কমাতে সাহায্য করে। এখানে রয়েছে স্মার্ট স্পিকার, স্মার্ট টিভি স্মার্ট বাল্ব, এই সমস্ত কিছু এনার্জি খরচ কমিয়ে দেয়। তাই আমাদের বোঝা উচিৎ কি করা উচিত?