Home অফবিট বিশ্বের কিছু ভ’য়’ঙ্ক’র রেস্টুরেন্টের নাম জানুন, ঢুকলেই আঁ’ত’কে উ’ঠ’বে’ন আপনি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের কিছু ভ’য়’ঙ্ক’র রেস্টুরেন্টের নাম জানুন, ঢুকলেই আঁ’ত’কে উ’ঠ’বে’ন আপনি

আমাদের সবার ইচ্ছা নিজের ফ্যামিলির বন্ধুদের সাথে কোনো ভালো সুন্দর রেস্টুরেন্টে গিয়ে দারুন দারুন খাবার খেয়ে সময় কাটানো । কিন্তু ব্যাপারটা যদি ঠিক উল্টে হয় , মনোরম পরিবেশের ভর্তি যদি উপভোগ করা যায় ভয়ানক পরিবেশ তাহলে কেমন হয় ? আজকে এমন কিছু রেস্টুরেন্ট এরনাম বলবো যাতে আপনার খাবারের সাথে ভয় না পরিবেশ উপভোগ করতে পারবেন ।

ডিনার ইন স্কাই – এই রেস্টুরেন্টটি বেলজিয়ামে অবস্থিত। মাটি থেকে এর উচ্চতা প্রায় 160 ফিট । শোনা যায় এই রেষ্টুরেন্টের চেয়ার-টেবিল হাওয়াতে ভাসে । মোট 22 টি টেবিল রয়েছে ।

সুতরাং খাবার খেতে হলে আপনাকে ভাসমান টেবিল থেকে খাবার খেতে হবে । তবে এই রেস্টুরেন্টে যাওয়ার আগে এক কোটি ডলারে নথিতে সই করে তবে যেতে হবে । বেলজিয়াম সহ 45 টি দেশে এরকম রেস্তোরাঁর রয়েছে ।

আরো পড়ুন: ৫০০ ও ২০০০ টাকার প্রতিটি নোট তৈ’রি করতে সরকারের ক’ত টা’কা খরচ হ’য়?

মাক হাউস পাব ইংল্যান্ড – এই রেস্তোরায় ঢুকলে মনে হবে যেন কবরে ঢুকে গেছেন । বেশ ভয়ানক গা ছমছম এক পরিবেশে তৈরি হয় । তবে সুস্বাদু খাবারের সঙ্গে রয়েছে বিনোদনের ব্যবস্থা । মাঝে মাঝে কবর থেকে ভয়ানক শব্দ বের হয় ।
ডিজাস্টার ক্যাফে স্পেন – খাবার খেতে খেতে কখন ভূমিকম্প উপভোগ করেছেন ? না করলে চলে যান স্পেনের এই রেস্তোরাঁয় ।

শোনা যায় 7.8 মাত্রার এখানে ভূমিকম্পের পরিবেশ তৈরি করে খাবার পরিবেশন করানো হয় । দোলন এর মধ্যেই খাবার পরিবেশন করা হয় । এর ফলে পোশাকে ময়লা লেগে যাওয়া অস্বাভাবিক কিছু নয় । রেস্তোরাঁর ওয়েটাররা এক বিশেষ ধরনের পোশাক পড়ে থাকেন।

ফর্টিজা মিডিসিয়া ইতালি – 2007 সালে রেস্তোরাঁ চালু করা হয় । প্রকৃতপক্ষে এটি একটি কারাগার । এই কারাগারে বন্দীদের রেস্তোরাঁর খাবার পরিবেশন করে । নিরাপত্তার জন্য এখানে প্লাস্টিকের বাসনের ব্যবহার করা হয় । এবং বন্দিরা নানাভাবে আগত ব্যক্তিদের বিনোদন করে থাকে । শোনা যায় এই রেস্তোরা এত ফেমাস যে কয়েক মাস আগে থেকে বুকিং করতে হয় ।

ভ্যাম্পায়ার ক্যাফে জাপান – জাপানের এই রেস্তোরাঁয় গেলে চারিদিকে শুধু দেখবেন কফিন কঙ্কালের দৃশ্য ভুতুড়ে শব্দ মোমবাতি লাল রঙের রক্ত যা ভ্যাম্পায়ারদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ । তবে শোনা যায় এই রেস্তোরাঁটি সকালে বন্ধ থাকে । শুধু রাতে খোলা থাকে ।

আরো পড়ুন: OMG: রাশিয়ার বি’রু’দ্ধে এবার ব’ন্দু’ক তু’লে নিলেন ভারতীয় ছাত্র! ইউক্রেন সে’না’য় লেখালেন না’ম

নিউ লাকি রেস্টুরেন্ট আমেদাবাদ – এমন ভয়ঙ্কর পরিবেশ উপভোগ করার জন্য এবারে বাইরে যেতে হবে না । আমেদাবাদে তৈরি হয়েছে এমন এক রেস্টুরেন্ট । শোনা যায় এখানকার মালিক কবরের উপরে রেস্তোরাঁ তৈরি করেছে । মালিকের মতে মৃতদেহের পাশে খাবার খাওয়া পুণ্য । তাই তিনি এই রেস্টুরেন্ট তৈরি করেছেন । কবরগুলি রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। শোনা যায় বিভিন্ন সুস্বাদু খাবারের মধ্যে পালং পনির এখানকার বিখ্যাত ।