সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: রাশিয়ার বি’রু’দ্ধে এবার ব’ন্দু’ক তু’লে নিলেন ভারতীয় ছাত্র! ইউক্রেন সে’না’য় লেখালেন না’ম

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ১২ দিন পার হয়ে গেল। বেশ কয়েকবার বৈঠকে বসল কিন্তু জোরালো কোন সমাধান সূত্র বেরোয়নি। আর ভারত এখনো কৌশলগত দিক দিয়ে এখনও কারও পক্ষ নেয়নি। যদিও বিশ্লেষকরা বলছেন, প্রকারান্তরে ভারত রাশিয়ার পক্ষে। তবে যাই হোক, ভারত শান্তিতে বিশ্বাসী। সেভাবেই এগোচ্ছে।

এদিকে ভারতের তামিলনাড়ুর তরুণ রাশিয়ান সেনাকে ঠেকাতে যোগ দিলেন ইউক্রেনের সেনাবাহিনীতে।কোয়েম্বাটুরের বাসিন্দা ২১ বছরের সৈনিকেশ রবিচন্দ্রন। ২০১৮ সালে ইউক্রেনে পড়তে গিয়েছিলেন। তিনিই কিনা এখন যোগ দিয়েছেন ইউক্রেনের আধা সামরিক বাহিনীতে। তবে এই বিষয়টাকে ভারতের অনেকেই ভালো চোখে দেখছেন না।

জানা যায়, খারকিভের ন্যাশনাল এরোস্পেস ইউনিভার্সিটিতে পড়ছিলেন সৈনিকেশ। তাঁর এ বছরই কোর্স কমপ্লিট হওয়ার কথা ছিল। রুশ আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন থেকে একের পর এক ভারতীয় যখন প্রাণ বাঁচিয়ে দেশে ফেরার চেষ্টা করছে ঠিক তখনই এই যুবক অন্য পথে হাঁটলেন। রাশিয়ার বিরুদ্ধে নেমে পড়েছেন যুদ্ধ করতে , ইউক্রেনের পক্ষে দাঁড়িয়ে।

আরো পড়ুন: কারা কারা “বন্ধু” নয়? তালিকা তৈরি করলেন পুতিন, বিবৃতি জা’রি মস্কো থে’কে

দেশে ফেরার চিন্তা না করে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের আধাসামরিক বাহিনীতে যোগদান করেছে৷ কর্মকর্তারা তাঁর বাসভবন পরিদর্শন করেছেন ও ঐ ছাত্রের বাবা মা’কে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছেন ৷ এ

বং তাঁরা জানতে পেরেছেন যে সে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করেছিলেন কিন্তু প্রত্যাখ্যাত হন। সুযোগ আর আশা পূরণ হয়নি। কিন্তু অন্য দেশে আশা পূরণ করে নিলেন। যদিও ভারত যেখানে নিরপেক্ষ ভূমিকাতেই আছে।