সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ্যা’ক’সি’ন গবেষণায় বি’রা’ট সা’ফ’ল্য পে’লো ভারত, তৈ’রি করলো RNA প্র’যু’ক্তি

ভারত তো প্রথম থেকেই ওষুধ তৈরির দিক থেকে এগিয়ে রয়েছে, করোনার অতি মারির সময় ভারত কিভাবে ভ্যাকসিন তৈরিতে ও প্রথম স্থান অধিকার করেছে সেটা আমরা দেখেছি। কিন্তু সেই ভ্যাকসিন উৎপাদন এর দিক থেকে ভারত যেন আরো অনেকটাই এগিয়ে গেল বিশ্বের দরবারে।

সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (সিসিএমবি)’ এবং ‘কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)’ এর সাথে একসাথে মিলে দেশীয় উপায়ে তৈরি প্রথম বার্তাবাহক এমআরএনএ প্রযুক্তির টিকা তৈরির কাজ শেষ করেছে ভারত।

ভারতে বর্তমান সময়ে এই টিকা উৎপাদন করার যে সমস্ত পদ্ধতি রয়েছে তার মধ্যে সবথেকে উঁচু স্থানে এই এমআরএনএ প্রযুক্তি। এবার সেটাতেই ভারত প্রথম। করোনার ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল।

আরো পড়ুন: রতন টাটার স্ব’প্নে’র NANO গাড়ি, এই প্রথম কারণ জানালেন বর্ষীয়ান শিল্পপতি

এই পদ্ধতির সবথেকে ইতিবাচক দিক হলো সহজেই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বিঘ্ন ঘটানোর মাইক্রো অর্গানিজমকে চিহ্নিত করতে পারে, এবং খুবই দ্রুত রোগ সৃষ্টিকারী উপাদান কে দেহ থেকে বিদায় নিতে বাধ্য করে।

ভারতের টিকা উৎপাদনের প্রযুক্তি একেবারে পুরোপুরি দেশীয়, যার ফলে অটল ইনকিউবেশন সেন্টার-সিসিএমবি এই সংক্রান্ত গবেষণার কাজ এগিয়ে নিয়ে গিয়েছে।

গবেষকদের মধ্যে অন্যতম রাজেশ আইয়ার তিনি বলেছেন, দুটি ইঁদুরের ওপর এম আর এনএ টিকা দেওয়ার পর আমরা প্রতিরোধ ক্ষমতা লক্ষ্য করেছি।

তবে এখনই কাজ শেষ নয়, আরো পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং সঠিক সময়ে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য পাঠানো হবে। ভারতে উৎপাদিত করোনার টিকা সারা বিশ্বে ব্যবহৃত হয়েছে।

সেই টিকা দেওয়ার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে দেহে। আর সেই কারণেই সারা বিশ্বজুড়ে ভারত টিকা উৎপাদনে দারুন সুনাম কুড়িয়েছে।।