সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিনেমা ও সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের কি শ্রেণী দি’য়ে ভা’গ ক’রা যায়? প্রশ্ন করলেন তৃনা

সোশ্যাল মিডিয়া খুললেই একটা বিষয় সবচেয়ে বেশি নজরে পরে আর তা হলো সমালোচনা। যে সিরিয়াল বা যে সিনেমাই বেরোক না কেনো তা নিয়ে কিছু মানুষ মিম বানানো থেকে শুরু করে নানা রকমের সমালোচনা করবেই। বিশেষ করে স্টার জলসা ও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলোর অভিনেতা নয়তো অভিনেত্রীদের অভিনয় নিয়ে বেশি সমালোচনা করতে দেখা যায়।

আর এই নিয়েই এবারে মুখ খুললেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা যাকে সকলে গুনগুন বলেই জানি। তাঁর প্রতিটা সিরিয়াল মেগা সুপারহিট হলেও তাঁকে এই ধরনের নানা কটাক্ষ সহ্য করতে হয়। এবারে তাই এক সাংবাদিকের করা কটাক্ষ সে আর সহ্য করতে পারেনি। তিনি সাফ জানিয়ে দেন কিছু বক্তব্য যা শুধু তাঁর নয় তাঁর মতো সকল টেলিভিশন অভিনেত্রীদের মনের কথা।

মঙ্গল বার দর্শকদের উদ্দেশে তৃণার প্রশ্ন, ‘সিনেমার অভিনেতা/অভিনেত্রী বা টেলিভিশনের অভিনেতা/অভিনেত্রীদের কি কোনো শ্রেণী দিয়ে ভাগ করা যায়?’ এখানেই থেমে থাকেননি ছোটপর্দার গুণগুণ। তিনি আরও লেখেন, ‘সকলেরই তো কাজ মানুষকে এন্টারটেনমেন্ট উপহার দেওয়া! সকলকে নিজের নিজের স্থানে প্রতিষ্ঠিত।

আরো খবর: বিশ্বকাপের জন্য কোটি কোটি টা’কা’র স্টেডিয়াম ও হোটেল, খেলা শে’ষে কি হবে এগুলোর ভবিষ্যৎ?

তবু কেন সবসময় সিনেমার থেকে টেলিভিশনকে ছোট করে দেখানো হয়? সিনেমা বা টেলিভিশনের মধ্যে দ্বন্দ্বের কোনও অবকাশ নেই। তাহলে ‘সার্কাস’ থেকে ‘শাহরুখ’ হতো না।’ কিন্তু হটাৎ কেনো এমন প্রশ্ন তিনি করলেন সেই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

তবে যতদূর রিলেট করা যাচ্ছে তার থেকে বোঝা যাচ্ছে তৃনাকে এক সাংবাদিক কটাক্ষ করে কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্রের উৎসবের মঞ্চে শাহরুখ-অমিতাভ-জয়াদের পাশে সিরিয়ালের ‘পঞ্চম শ্রেণী’র অভিনেত্রীদের উপস্থিত থাকা নিয়ে। আর সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করে তৃণা বলেন, ‘প্রিয় সাংবাদিক মনে রাখবেন – সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে।’ এদিন সে এই ধরনের সমালোচনা নিয়ে এতটাই বিরক্ত হন যে ফেসবুকের কমেন্টে তাঁর উপর করা খারাপ মন্তব্যের উপরও বেশ কিছু রিপ্লাই দেন।


এক ব্যাক্তি সিরিয়ালের গল্প অর্থহীন’-এই বিদ্রুপ করলে, জবাবে তৃণা লেখেন, ‘দাদা আপনার মনে হয় না লেখক বা চ্যানেলকে ব্যাপারটা বলা উচিত। টেলিভিশনের অভিনেত্রী বলে আমাদের অপমান না করে? আর আপনার কি মনে হয় সব সিনেমাকে ভীষণ ভালো ব্লকবাস্টার গল্প থাকে?

দাদা সবাই চেষ্টা করছে… আপনি আপনার কাজে, আমরা আমাদের… অপমান করাটাও আমারও কাজ নয়, জনতারও কাজ হওয়া উচিত নয়।’ এদিন সবাইকেই এক হাত করে নিতে দেখা যায় তৃণা কে। তাঁর একটাই বক্তব্য যে কোনো অভিনেতা বা অভিনেত্রীর একটাই কাজ সেটা হলো ভালো করে অভিনয় করা। এর মাঝে কোনো শ্রেণীভেদ হয়না। ছোটো বড়ো হয়না।