Home দেশ বকেয়া ১২ লক্ষ টা’কা না দিলে শংসাপত্র পাওয়া যা’বে না! এভারেস্ট জ’য়...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বকেয়া ১২ লক্ষ টা’কা না দিলে শংসাপত্র পাওয়া যা’বে না! এভারেস্ট জ’য় করেও চি’ন্তা’য় পিয়ালী বসাক

সদ্য এভারেস্ট জয় করা বাঙালী ভারতীয় মেয়ে পিয়ালি বসাক। তাঁর শৃঙ্গ জয়ের পর অনেকেই অনেক শুভেচ্ছা জানিয়েছিল। কিন্তু শৃঙ্গ জয় হওয়ার পরেও মনে নেই শান্তি। কারণ মাথার ওপরে রয়েছে দেনার দায়।

১২ লক্ষ টাকা না মেটালে নাকি শংসা পত্র দেওয়া হবে না। যার কারণেই একেবারে চিন্তায় চোখের ঘুম উড়ে গেছে তাঁর। তাই আক্ষেপের সুর শোনা গেছে পিয়ালি বসাকের মায়ের মুখেও।

সদ্য তাঁর মা জানিয়েছেন, মেয়ের সফলতায় দারুণ খুশী হয়েও যেন একটা চিন্তা তাকে আচ্ছন্ন করে রেখেছে। যারা আমার মেয়েকে সাহায্য করেছিল তাঁদের আমি ধন্যবাদ জানাই।

আরো পড়ুন: BSNL-র সামনে দাঁ’ড়া’তে পারলো না JIO-AIRTEL, 850 জিবি ফ্রি ডেটা দি’চ্ছে সংস্থা

তবে এখনও সাহায্যকারীদের বোনাসও দিতে হবে,শৃঙ্গ বিজয় অভিযানের আগেই চুক্তি হয়েছিল, অভিযানের সমস্ত কিছুই আয়োজন করে দেবে আয়োজক সংস্থা। তাই তাঁদের বকেয়া না মেটানো পর্যন্ত দেওয়া হবে না শংসা পত্র।

বেশ কয়েকজন সাহায্য করেছে তাকে কিন্তু এখনও ১২ লক্ষ টাকা বাকি থেকে যাচ্ছে। ইতিমধ্যেই টাকা জোগাড় করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে পিয়ালির পরিবার। বাড়ি বন্ধক রাখার কথাও বলেছে ব্যাঙ্কের সাথে।

কিন্তু সেই প্রক্রিয়া খুবই সময় সাপেক্ষ। তাছাড়া অবশ্য তাঁর অন্য কোনো পথও খোলা নেই। গত ৩ বছর আগে এভারেস্টের ৮৪৩০ মিটার উঠেও তাকে ফিরে আসতে হয়েছিল। কিন্তু এবার তাঁর লক্ষ্যে স্থির থেকে তিনি সফল হয়েছেন।

বেশ কিছু সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। স্কুল, কলেজ, স্থানীয় চিকিৎসক, পাড়াপড়শি, সবাই পাশে দাড়িয়েছিল তাঁর। কিন্তু তাও এখনও অনেক টাকা জোগাড় করা বাকি পিয়ালীর পরিবারের।