সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

BSNL-র সামনে দাঁ’ড়া’তে পারলো না JIO-AIRTEL, 850 জিবি ফ্রি ডেটা দি’চ্ছে সংস্থা

ভারতীয় টেলিকমের দুনিয়ায় যেন ঘোড় দৌড় লেগেছে, একের পর এক প্ল্যান নিয়ে আসছে টেলিকম সংস্থা গুলো। বিশেষ করে আকর্ষণীয় যত প্ল্যান রয়েছে সেগুলো নিয়ে আসছে জিও ও এয়ারটেল টেলিকম সংস্থা। তবে এবার সেই দৌড়ে সামিল হল সরকারি টেলিকম সংস্থা বি এস এন এল। তারাও এবার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির।

আপনি যদি চান একেবারে এক বছরের জন্য রিচার্জ করে নেবেন, তাহলে আপনার জন্য এসে গেছে বি এস এন এলের দারুণ একটি প্যাক। জিও, এয়ারটেল, যেখানে ৩৬৫ দিন ভ্যালিডিটি দিচ্ছে সেখানে বি এস এন এল দিচ্ছে অতিরিক্ত ৬০ দিন।

তাই সেটা ৩৬৫র বদলে ৪২৫ দিন। জিও যেখানে ৩৬৫ দিনের প্যাকেজের দাম রেখেছে ২৮৭৯ টাকা, এয়ারটেল রেখেছে ২৯৯৯ টাকা, সেখানেই বি এস এন এল রেখেছে ২৩৯৯ টাকা তাও আবার ৪২৫ দিনের জন্য।

আরো পড়ুন: PK-কে ধ’রে রাখতে পারেনি কংগ্রেস, এবার SK-এর ভ’র’সা করছেন সোনিয়া

বি এস এন এলের এই প্যাকেজে পাওয়া যাবে দৈনিক ২ জিবি ডেটা, মোট পাওয়ায আবে ৪২৫ দিনে ৮৫০ জিবি ডেটা। যেকোনো লোকাল, ন্যাশনাল কল করা যাবে। হাই স্পিড ইনটারনেট শেষ হয়ে গেলেও আপনি ডেটা ব্যাবহার করতে পারবেন।

দোইনিক ১০০ এস এম এস, সাথে ৪০ কেবি পি এস যুক্ত স্পিডে আপনি খুব সহজেই সব কিছু ব্রাউজ করতে পারবেন। এদিকে এয়ারটেলের প্যাকেজের দাম ২৯৯৯ টাকা যার ভ্যালিডিটি ৩৬৫ দিনের।

এর মধ্যে আপনি দৈনিক পাবেন ২ জিবি ডেটা, সাথে আনলিমিটেড ফ্রি ভয়েস কল। তাছাড়া ১০০ এস এম এস দৈনিক।এদিকে জিও র প্যাকেজের দাম রাখা হয়েছে ২৮৭৯ টাকা যার ভ্যালিডিটি ৩৬৫ দিন। দৈনিক পাওয়া যাবে ২ জিবি ডেটা, ফ্রি ভয়েস কল ও দৈনিক ১০০ এস এমে এসের সুবিধা।