সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

PK-কে ধ’রে রাখতে পারেনি কংগ্রেস, এবার SK-এর ভ’র’সা করছেন সোনিয়া

টাস্ক ফোর্স থেকে বাদ রাহুল গান্ধী। প্রশান্ত কিশোরর মতকই হয়তো মান্যতা দিলেন সোনিয়া গান্ধী। লোকসভা ভোটে গান্ধী মুক্ত নেতত্ব তৈরি করতে বলেছিলেন প্রশান্ত কিশোর।

চিন্তন বৈঠকর পর হয়তো প্রশান্ত কিশোরর সেই নির্দেশকেই মান্যতা দেওয়া হয়েছে। সেকারণেই হয়তো কংগ্রেসের ২০২৪-র লোকসভা ভোটের টাস্ক ফোর্স থেকে বাদ দেওয়া হয়েছে রাহুল গন্ধীকে।

এই টাস্ক ফোর্সে জায়গা করে নিয়েছেন প্রশান্ত কিশোরের দুই প্রাক্তন সঙ্গী। তিন দিনের চিন্তন শিবিরের পর ধাপে ধাপে সিদ্ধান্ত নিতে শুরু করেছে হাই কমান্ড। ২০২৪-র লোকসভা ভোটের জন্য নতুন টাস্ক ফোর্স গঠন করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

আরো পড়ুন: বড়ো তারকাদের টে’ক্কা! হিরো আলমের গাড়ির দাম শু’নে আঁ’ত’কে উঠলেন নেটিজেনরা

সেই টাস্ক ফোর্সে নেই রাহুল গান্ধী। তাতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪-র লোকসভা ভোটে কংগ্রেসকে জেগে উঠতে হলে গান্ধী মুক্ত নেতৃত্ব হতে হবে। মনই পরামর্শ দিয়েছিলেন প্রশান্ত কিশোর।

কংগ্রেসের সেই টাস্ক ফোর্সের সদস্যদের নাম ঘোষণার পরেই জল্পনা শুরু হয়ে গিয়েেছ। তাহলে কী শেষ পর্যন্ত প্রশান্ত কিশোরের দেখানো পথেই হাঁটছেন সোনিয়া গান্ধী।

পার্টির পলিটিকাল অ্যাফেয়ার্স গ্রুপে রাখা হয়েছে গুলামনবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে, আনন্দ শর্মা, দিগ্বিজয় সিং, কসি ভেনুগোপাল, অম্বিকা সোনি, জিতেন্দ্র সিংদের।

সেই গ্রুপের নেতৃত্বে রয়েছেন সোনিয়া গান্ধী নিজে। সব প্রবীণদের একটি জায়গায় এনেছেন সোনিয়া। যাতে নবীন প্রবীণ বিরোধ ২০২৪-র লোকসভা ভোটের আগে কংগ্রেসের ভোট ব্যাঙ্কে ধাক্কা না দেয় সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া এমনই মনে করা হচ্ছে। ২০১৯-র লোকসভা ভোটের পর থেকে দলের অন্দরে নবীন প্রবীণের লড়াই প্রবল আকার নিয়েছিল।