সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিভাবে আদিম মানুষ আফ্রিকা থেকে ইউরোপ-এশিয়াতে গেল?

আদিম যুগে মানুষ কেমন ছিল সেই ব্যাপারে ইতিহাসের পাতায় অনেক কিছু লেখা থাকলেও তাদের সম্পর্কে মানুষের কৌতুহল শেষ হতে চায় না। আদিম যুগের মানুষ সম্পর্কে পূর্ব আফ্রিকার একদল গবেষক এবং বিজ্ঞানী নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। সেখানে দেখা গিয়েছে আধুনিক মানব মস্তিষ্কের বিকাশ শুরু হয়েছিল পূর্ব আফ্রিকায় বসবাসকারী একদল মানুষের থেকে।

প্রথমে পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল তারা। তারপর ধীরে ধীরে সেই প্রযুক্তি ছড়িয়ে পড়ে এশিয়া এবং ইউরোপে। গত ১০ লক্ষ বছরে চার প্রজাতির মানুষ এসেছে পৃথিবীতে। এর মধ্যে রয়েছে হোমো স্যাপিয়েন্স হোমিয়ানডারথ্যালেন্সিজ ভারতীয় পূর্ব পুরুষদের মধ্যে রয়েছে হোমো হাইডেলবার্গেনসিস এবং হোমো ইরেকটাস।

বিজ্ঞানীদের মতে হোমো ইরেকটাস হলেন প্রথম মানুষ। ২ মিলিয়ন বছর আগে আফ্রিকাতে এই ধরনের মানুষের বিকাশ ঘটেছিল। ল্যাটিন ভাষায় এদের অর্থ সৎ মানুষ। বর্তমানে এরা বিলুপ্ত প্রজাতি। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী আফ্রিকার জঙ্গলে এরা বসবাস করতেন তাদের জীবাশ্মের অবশেষ থেকে দেখা যায় এই প্রজাতি দক্ষিণ ইউরেশিয়া পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল।

আরো খবর: আপনার কাছে মাহিন্দ্রার গাড়ি আছে? সার্ভিসিং করুন বিনা’মূ’ল্যে, জানুন শে’ষ তারিখ

জেনেটিক গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা দেখেছেন এই মানুষ আফ্রিকা থেকে ইউরেশিয়ার ৭০ হাজার থেকে ৫৫ হাজার বছর আগে গিয়েছিল। মানব উন্নয়নের বিভিন্ন ধারায় দেখা গিয়েছে জলবায়ুর পরিবর্তনের কারণে মানুষের বিবর্তন এসেছে।আফ্রিকা ছেড়ে ইউরেশিয়ার দিকে তারা যাত্রা করেছিল কেবলমাত্র সবুজ খেত আর জলবায়ুর জন্য।

আরিজোনা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্তিকরা জানিয়েছেন ৬০০০০ বছর আগে মানুষ আফ্রিকার বাইরে থেকে চলে এসেছিল। শুষ্ক পরিবেশে তারা মানিয়ে নিতে পারেননি। আর চার্লস ডারউইন বলেছিলেন যে সয় সে রয়। সইতে পেরেছিলেন যারা তারাই থেকে গিয়েছেন।