সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাজি ধ’রে ২ মিনিটে এক বোতল ম’দ শে’ষ করলেন যুবক, এরপরেই ম’র্মা’ন্তি’ক পরিণতি

বন্ধুত্বের পাল্লায় পড়ে প্রাণ চলে গেল যুবকের। কে কত দ্রুত এবং কত বেশি মদপান করতে পারে তা যাচাই করার জন্য শুরু হয়েছিল প্রতিযোগিতা। মাত্র হাজার টাকার বিনিময়ে এই প্রতিযোগিতা শুরু করেছিল এক যুবক। আর তাতেই বেঘরে প্রাণ চলে গেল দক্ষিণ আফ্রিকার ওই যুবকের। ঠিক কি ঘটেছিল সেদিন?

দক্ষিণ আফ্রিকার গ্রামের এক মদের দোকানে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কে কত দ্রুত এবং বেশি মদ্যপান করতে পারেন এই বিষয় নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল। ওই গ্রামের দোকানে মদ খেতে গিয়েছিলেন ২৩ বছরের ওই যুবক।

প্রতিযোগিতায় অংশ দেন তিনি। বাজি ধরে মাত্র ২ মিনিটের মধ্যে এক বোতল মদ শেষ করে ফেলে বাজি জিতে নিয়েছিলেন তিনি। উপস্থিত সকলের ওই যুবককে নিয়ে মাতামাতি করতে শুরু করেছিল কিন্তু সেই হইহুল্লোড় বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েক মিনিটের মধ্যে লুতিয়ে পড়েন ওই যুবক।

আরো পড়ুন: রাষ্ট্রপতি হলে প্রথম কাজ CAA ব্যা’ন করা, ব’ড়ো বয়ান যশবন্ত সিনহার

অসুস্থ হতে দেখে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন। অল্প সময়ে অতিরিক্ত মধ্যে পানের কারণে প্রাণ চলে যায় তার। ওই যুবক যে সুরা পান করেছিলেন তাদের 35 শতাংশ অ্যালকোহল ছিল।

দু মিনিটে গোটা মদের বোতল শেষ করে অবধারিত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে কার মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছিল তা এখনো তদন্ত করে দেখছে পুলিশ।

যুবকের মধ্যপানের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। মাত্র এক মিনিটে ভিডিওটি প্রায় নয় হাজার বার দেখা হয়েছে। তবে ভিডিওটি দেখে মৃতের নাম বা পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।