সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোর সময় ছেলেদের কি কা’জ করতে নেই? কি বলছে জ্যো’তি’ষশা’স্ত্র?

হিন্দু ধর্মে ১৩৩ কোটি দেবতার কথা বর্ণনা রয়েছে। আর তাই বাঙালিরা তাদের সাধ্যমত নিজেদের পছন্দমতো দেবী ও দেবতার পূজা করেন। পুরুষ ও নারী নির্বিশেষে পূজা পাঠ করে থাকেন। কিন্তু হিন্দুদের পূজার্চনায় নানা রকম নিয়ম রয়েছে। যা নিষ্ঠাভরে পালন না করলে মঙ্গলের চেয়ে অমঙ্গল হয়ই বেশি।

তাই যখন কেউ পূজা করছেন অবশ্যই জেনে নিন কোন কাজ গুলো করা যাবে আর কোনগুলো যাবে না। যেমন – হিন্দু শাস্ত্র মতে একটা পুজোয় শঙ্খ, কাসার, ঘণ্টা বাজিয়ে উলুধ্বনি দিয়ে পূজো করা হয়। এগুলো ছাড়া কোনো শুভ কর্ম সম্পন্নই হয়না বলে মানা হয়। কিন্তু অনেকেই জানেন না ছেলেদের বেশ কিছু নিয়ম মানতে হয়।

যেমন উলুধ্বনি দিতে নেই ছেলেদের। বলা হয়ে থাকে যে, উলুধ্বনি টা মেয়েদের দেওয়াই ভালো। এই উলুধ্বনি তে দেবতারা প্রসন্ন হন। কথিত আছে উলুধ্বনির সঙ্গে জড়িয়ে আছে শ্রী, মঙ্গল, সমৃদ্ধি ও সামাজিক বিকাশ। উলুধ্বনি দেওয়ার ফলে যেমন দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় এবং তার সঙ্গে আমাদের আশপাশ হয়ে ওঠে পবিত্র।

আরো পড়ুন: বি’লা’সবহুল ফ্ল্যাট বি’ক্রি করে দিলেন অক্ষয় কুমার, লা’ভ হলো না ক্ষ’তি?

মনে করা হয় উলুধ্বনির মাধ্যমে জগতের অশুভ ও হানিকর ক্ষমতাদের নাশ করে, শুভ শক্তিকে আহ্বান করা হয়, যার ফলে সমাজের উন্নতি সফলতা নিশ্চিত হয়। তবে ছেলেরা নাকি এই উলুধ্বনি দিলে মঙ্গলের বদলে অমঙ্গল হয় বেশি। তাই ছেলেদের বলা হচ্ছে উলুধ্বনি দেওয়া থেকে বিরত থাকতে।