সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খোলা জায়গায় ম’দ্য’পা’ন করতে না বলায় উল্টে ASI-কে পে’টা’লো চার যুবক, এরপর যা হলো

প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও ৪ যুবক, এমনই অবাক করা ঘটনা ঘটে গেল বিহার থানার পালাম এলাকায়।দিল্লি পুলিশের রাজপাল সিং পশ্চিম বিহার থানায় তিনি কর্মরত ও তার আশেপাশেই তার বাস। রাতের দিকে ডিউটি করছিলেন সে, আর সেই সময়ই ঘটে অবাক করা এই ঘটনা। প্রকাশ্যে ৪ জন যুবক মদ্যপান করায় তাদের বাধা দেয় তিনি ও প্রকাশ্যে মদ্যপান না করার কথাও বলেন তিনি। আর সেই কথা শেষ না হতেই ৪ জন যুবক রাজপাল সিং এর ওপরে দারুনভাবে চড়াও হয় ও তাকে মারধোর পর্যন্ত করে।

ঘটনাটি ঘটে গত শনিবার রাতে, প্রকাশ্যে ট্রাকের মধ্যে গ্লাস ও মদের বোতল রেখে মদ্যপান করতে থাকে তারা, আর সেখানেই সেই দৃশ্য দেখে তাদের বাধা দেয় ও বোঝাতে থাকে মদ্যপান না করার। কিন্তু কে শোনা কার কথা , তাদের বাধা দেওয়ার সাথে সাথেই মারধোর শুরু করে সেই পুলিশকে।

এ এস আই – তাদের মদ্য পানে বাধা দেওয়ার সাথে সাথেই চড়াও হয় যুবকেরা এমনকি পুলিশ অফিসারকে তার ইউনিফর্ম খোলার ধমকি পর্যন্ত দেয় তারা। আর সেটা অস্বীকার করতেই মারধোর শুরু করে তারা। ঘটনা সমস্তটাই সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়, এরপরেই আশেপাশের মানুষজন সকলে ছুটে এসে পুলিশকে উদ্ধার করে ও সেই ৪ জন যুবককে আটকে রেখে পুলিশকে খবর দেয় ও তাদের পুলিশের হাতে হস্তান্তর করে। সরকারি কাজে বাধা দেওয়া ও নিয়ম ভাঙার কারণে তার সাথে মারধোরের জন্য মামলা রুজু করা হয়।