সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এদের কো’নো গডফাদার ছিলো না, নিজের প’রি’শ্র’মে ফিল্ম ইন্ডাস্ট্রিতে স’ফ’ল হয়েছেন এই অভিনেত্রীরা

বলিউড মানেই ঝাঁ চকচকে গ্ল্যামার ওয়ার্ল্ড। আর সেখানকার তারকারা ফিট অ্যান্ড ফাইন। কারণ তাঁদের স্মার্ট এবং গ্ল্যামারাস লুকই তাদের ফিল্মি কেরিয়ারকে সাাফল্যের চূড়ায় অনেকটা তুলে দেয়। বলিউড ইন্ডাস্ট্রি দূর থেকে সুন্দর লাগলেও আদতে তা নয়। নেপটিজমের উপদ্রব বলিউডে ব্যাপক।

বিটাউনে নেপোটিজমের অভিযোগ আজকের নয়। তবে 2020 সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আবারও নাড়িয়ে দিয়েছিল সেই নোংরা সত্যিটাকে। এই নেপোটিজমের কারণেই নবাগতরা বারংবার চেষ্টা চালিয়ে যান নিজেদেরকে প্রমাণ করার, অত্যন্ত কষ্ট করে সাফল্য অর্জনের জন্য সেখানকার মাটি কামড়ে পড়ে থাকেন।

একমাত্র সেই শিল্পীরাই জানেন সেখানে কতটা পরিশ্রম করে তারা টাকা উপার্জন করেন। আর এই সিনেমা জগত হল বিভিন্ন ধরণের অভিযোগের আখড়া। তবে বলিউড জগতে এমন অনেক অভিনেত্রী আছেন কঠোর পরিশ্রম করে আজ অত্যন্ত সফল।

আরো পড়ুন: Ola-র ভ’য়া’ন’ক নোটিফিকেশন ফোনের! বিদ্যুৎ গ’তি’তে ভাইরাল সেই মেসেজ

প্রিয়াঙ্কা চোপড়া: প্রিয়াঙ্কাকে বলা হয় গ্লোবাল আইকন। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন এই বলি অভিনেত্রী। বলিউডে তাঁর আত্মপ্রকাশ ‘আন্দাজ’ ছবির হাত ধরে। বলিউডের পাশাপাশি হলিউডেও প্রিয়াঙ্কা অনেক সফল। কিন্তু ইন্ডাস্ট্রিতে তাঁর কোনো গডফাদার ছিল না। এছাড়া প্রিয়াঙ্কা এক প্রোডাকশন হাউসের মালিকও। নিউইয়র্কে নিজস্ব এক রেস্টুরেন্টও রয়েছে তাঁর।

দীপিকা পাড়ুকোন: সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত বলিউডের এক নম্বর হিরোইন হলেন দ্য গ্ল্যামারাস দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে এই অভিনেত্রীর কেরিয়ার শুরু হয়েছিল ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে, বিপরীতে ছিলেন কিং খান। এর পর বাজিরাও মাস্তানি, পদ্মাবত, পিকু, রামলীলা, ৮৩-এর মতো একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

কঙ্গনা রানাওয়াত: বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রথম দিকেই রয়েছে এই অভিনেত্রীর নাম। ইতিমধ্যেই তার অভিনীত চারটি সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। কিছুদিন আগে পদ্মশ্রী সম্মানেও সম্মানিত হয়েছেন কঙ্গনা।

গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গড়তে ১৬ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান কঙ্গনা। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে তিনি মুম্বাইতে এসে মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন। ফ্যাশন, কুইন, তনু ওয়েডস মনু, পাঙ্গা, মণিকর্ণিকা এবং থালাইভির মতো চলচ্চিত্রে তাঁর অভিনয় ছিল সেরার সেরা।

আরো পড়ুন: সূর্য রাশি পরিবর্তন ক’র’তে চলেছে, কোন ৪ রাশি বি’শে’ষ লাভবান হবেন জেনে নিন

তাপসী পান্নু: বলিউডের একজন নামজাদা অভিনেত্রী হলেন তাপসী পান্নু। সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয় জীবন শুরু। এরপর বলিউডে আসার জার্নিটা খুব কঠিন ছিল তাপসীর কাছে। খুব ভার্সেটাইল অ্যাকট্রেস তাপসী। রোমান্টিক থেকে শুরু করে সিরিয়াস, কমেডি এবং অ্যাকশন সব ধরনের চরিত্রের জন্যই পারফেক্ট তিনি।

বিদ্যা বালান: তিন-তিনবার জাতীয় পুরস্কার জয়ী বিদ্যা বালানেরও ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার ছিল না। একটি টিভি সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল এই বলি অভিনেত্রীর।