Home বিনোদন হলিউডের ছবিকে ন’ক’ল করতে গিয়ে বলিউড শে’ষ! হিন্দি সিনেমার প’ত’নে’র কারণ তু’লে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হলিউডের ছবিকে ন’ক’ল করতে গিয়ে বলিউড শে’ষ! হিন্দি সিনেমার প’ত’নে’র কারণ তু’লে ধরলেন রবিনা ট্যান্ডন

বলিউড-টলিউডের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে দক্ষিণের সিনেমাগুলি। একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা আসছে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে। পুষ্পা থেকে আরআরআর সমস্ত ছবিগুলি একের পর এক ছক্কা মারছে।

কেন বলিউডে দক্ষিণ ইন্ডাস্ট্রি থেকে এত পিছিয়ে রয়েছে? কেন বর্তমানে বলিউডের এরকম অবস্থা? এ বিষয়ে এবার নিজের মুখ খুললেন কেজিএফ টু এর অভিনেত্রী রবীনা ট্যান্ডন।

অভিনেত্রী জানিয়েছেন, বলিউড চেষ্টা করছে হলিউডকে নকল করতে এবং যেটা দর্শকরা ভালো চোখে একদমই নিচ্ছেন না। দক্ষিণ ইন্ডাস্ট্রিতে যেভাবে একের পর একটি ছবি ব্লকবাস্টার হয়েছে সে ব্যাপারেই রাবিনার বক্তব্য, সাউথের সিনেমাগুলি সবসময় দেশীয় গল্পের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়। সেই জন্যেই দর্শকেরা এত পছন্দ করেন দক্ষিণী সিনেমাগুলোকে।

অভিনেত্রীর মতে এক সময়ে বলিউডের সিনেমাগুলোর গল্পে এবং গানে ছিল দেশের ছোঁয়া, সেই ছোঁয়াগুলো কেও বাদ দিয়ে রাখা হচ্ছে হলিউডের ছোঁয়া। বলিউডে যেভাবে পশ্চিমী সংস্কৃতির প্রভাব দেখা যায় সেই সমস্ত গুলোকেই একেবারে দর্শকরা পছন্দ করছেন না।

আরো পড়ুন: একাধিক নারীর স’ঙ্গে স’ম্প’র্ক! বি’য়ে ভা’ঙ’লো হিরো আলমের

কিন্তু দক্ষিণী সিনেমাগুলোতে সবসময় রাখা হচ্ছে দেশীয় শিল্প, সংস্কৃতি, গল্প সেই জন্যেই দর্শকেরা দক্ষিণী সিনেমাগুলোকে বেশি পছন্দ করছে।

অভিনেত্রী বক্তব্য, যখন বলিউডের কোন সিনেমার ছবির স্ক্রিপ্ট তাকে পড়তে হতো তখন তার মনে হত যে গল্পগুলি অন্যরকমের হয়ে যাচ্ছে, দেশীয় শিক্ষা সংস্কৃতির সাথে একেবারেই মিলছে না।

বর্তমানে বলিউডের সবথেকে বড় দুটি প্রোডাকশন হাউজ হলো যশোরাজ এবং ধর্মা প্রোডাকশন হাউজ। এই দুটি প্রোডাকশন হাউজের মাধ্যমেই আসে বলিউডে পশ্চিমী করনের ছাপ। তবে বর্তমানে দর্শকেরা এই ধরনের ছবি দেখতে চান না সেই কারণে দক্ষিণ চলচ্চিত্র গুলোকেই বেশি আপন করে নিচ্ছেন তারা।

আরো পড়ুন: কলকাতার গরম নি’য়ে অশনিসংকেত! বৃষ্টির দে’খা পাওয়া যা’বে কি? যা বললো হাওয়া অফিস

গতবছরের বক্সঅফিসের সবথেকে বেশি ব্যবসা করেছে দক্ষিণ সিনেমাগুলি। বলা যায় দর্শকদের মনে বিশেষ করে ছাপ ফেলছে দক্ষিণী সিনেমাগুলি।

এক সময় এই দক্ষিণের স্টাইল বজায় রেখেছিলেন রজনীকান্ত এবং এখন সেগুলোই বজায় রাখছেন আল্লু আর্জুন, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, রামচরণ, প্রভাস প্রমুখ অভিনেতারা। বিশেষজ্ঞদের মতে বলিউডের থেকে দক্ষিনে সিনেমাগুলোই এখন বেশি প্রভাব ফেলছে মানুষের মনে।