সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দে’শে প্র’ত্য’ক্ষ ক’র সং’গ্র’হ ৩৫.৪৬ শ’তাংশ বৃ’দ্ধি পে’য়ে’ছে, জা’না’লো কেন্দ্র সরকার

দেশে প্রত্যক্ষ কর সংগ্রহ ৩৫.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, জানালো কেন্দ্র সরকার

এই অর্থ বছরে অর্থাৎ ৮ ই সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহ ৩৫.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তরফ থেকে সম্প্রতি এমনই এক বয়ান জারি করা হয়েছে। এই হিসেবের মধ্যে ব্যক্তিগত কর অন্তর্ভুক্ত রয়েছে। সর্বমোট ৬.৪৮ লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর এবং ব্যক্তিগত করবাবদ তোলা হয়েছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে তরফ থেকে জানানো হয়েছে যে এই বছরের জুন মাস পর্যন্ত দেশের জিডিপি ১৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বৃদ্ধির হার দেশের ইতিবাচক অর্থনৈতিক পরিস্থিতিকেই প্রতিফলিত করছে। প্রত্যক্ষ কর সংগ্রহ নেট রিফান্ডের পরিমাণ ৫.২৯ লক্ষ কোটি টাকা বলে জানা গিয়েছে। গত বছরের একই সময়ের থেকে এই সংখ্যাটা ৩০.১৭ শতাংশ বেশি।

২০২২-২৩ অর্থবছরের হিসেবে এই লক্ষ্যমাত্রা যা রাখা হয়েছিল বর্তমানে এই সংগ্রহ তার ৩৭.২৪ শতাংশ লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। গতবছরে এই সময়সীমার তুলনায় রিফান্ডের পরিমাণ বেড়েছে। পহেলা এপ্রিল থেকে ৮ ই সেপ্টেম্বর পর্যন্ত রিফান্ডের পরিমাণ ১.১৯ লক্ষ কোটি টাকা। গতবছরের তুলনায় যা ৬৫.২৯ শতাংশ বেশি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী তরফ থেকে জানানো হয়েছে যে কর্পোরেট আয় কর এবং ব্যক্তিগত আয় কর আদায়ের পরিমাণ এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে নেট বৃদ্ধির হার ৩২.৭৩ শতাংশ এবং ২৮.৩২ শতাংশ। গত অর্থবছরে অর্থাৎ ২০২২ সালের ৩১ শে মার্চ পর্যন্ত শেষ হওয়া আর্থিক বছরে এদেশের প্রত্যক্ষ কর আদায়ের মাত্রা রেকর্ড ছুঁয়েছিল। এই কর আদায়ের পরিমাণ ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।