সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২১ বছর পর স্বপ্নপূরণ, দা’ড়ি কা’ট’লে’ন বৃদ্ধ! ভাইরাল

২১ বছরের অপেক্ষার হল অবসান। সংকল্প পূরণ হওয়ার কারণে ২১ বছর পর নিজের দাড়ি কামিয়ে ফেললেন একজন বৃদ্ধ। ছত্রিশগড়ের মহেন্দ্রগড় এলাকার এই ঘটনার খবর এখন সোশ্যাল মিডিয়া মারফত ভাইরাল হয়েছে। ওই ব্যক্তি সংকল্প করেছিলেন যতদিন না পর্যন্ত মনেন্দ্রগড় চিরমিরি ভরতপুর অঞ্চল পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হবে ততদিন তিনি দাড়ি কাটবেন না।

অবশেষে ২১ বছর পর তার মনের ইচ্ছা পূরণ হল। রামশংকর গুপ্তা নামের ওই সমাজকর্মী তার মনের সংকল্প পূরণ হওয়ার কারণে দাড়ি কামিয়ে ফেললেন। সম্প্রতি রাজ্যের ৩২ তম জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে ওই এলাকা।

আগস্ট মাসে নতুন জেলা গঠনের কথা ঘোষণা করা হয়েছিল। তবুও তা কার্যকর হতে এক বছর সময় লেগে যায়। নিজের প্রতিজ্ঞায় স্থির থেকে আরও এক বছর অপেক্ষা করেন ওই ব্যক্তি।

আরো পড়ুন: গ্রাম থেকে শুধু উ’ধা’ও হচ্ছে ছাগল, কারণ খুঁ’জ’তে গিয়ে চো’খ ক’পা’লে সকলের

নতুন জেলার উদ্বোধন হওয়ার পর তিনি তার দাড়ি কামিয়ে ফেললেন। গত শুক্রবার নতুন জেলার কাজ শুরু হয়ে গিয়েছে। তাই তিনি ২১ বছর পর নিজের দাড়ি কামালেন এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল সেই ভিডিও।