সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMR শিটে কা’র’চু’পি’র জে’রে ৩ হাজারের বেশি গ্রুপ-C কর্মীদের চাকরি ঝু’লে রইলো

এবার গ্রুপ ডি-র পর গ্রুপ সি চাকরি প্রার্থীদের চাকরি হারানোর সম্ভাবনা তৈরি হচ্ছে। কার্যত সুতোর ওপর ঝুলছে তাদের চাকরি। যে কোন মুহুর্তে চাকরি হারাতে পারেন গ্রুপ সি – র ৩১১৫ জন চাকুরীজীবী। ২০১৬ সালের এসএসসি গ্রুপ সি চাকরি প্রার্থীদের ওএমআর (OMR) শিটে কারচুপির অভিযোগে কলকাতা হাই কোর্টে শুনানি চলছিল গত বেশ কিছু মাস থেকেই।

গত শুক্রবার অর্থাৎ ৪ ঠা মার্চ সেই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি কে নির্দেশ দেন যাদের উত্তর পত্র বা OMR এ গড়মিল রয়েছে তাদের তালিকা প্রকাশ করতে। সেই তালিকাই প্রকাশ করল এসএসসি।

তালিকা দেখে কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। তালিকায় থাকা ৩,৪৭৭ জনের মধ্যে ৩,১১৫ জনের OMR এ কারচুপি করা হয়েছে। বাকি ৩৬২ জন পরীক্ষার্থীর OMR ঠিকঠাক রয়েছে। ফলে বিভিন্ন মহলে রাজ্যের নিযোগ প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন উঠছে।

আরো খবর: কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের গাড়ির ধা’ক্কা’য় ছি’ট’কে পড়লো বাইক আরোহী, ভিডিও ভাইরাল

সূত্রের খবর, যেসকল গ্রুপ সি কর্মীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের কারও নম্বর বাড়ানো হয়েছে,আবার কারও অদ্ভুতভাবে ওএমআর শিটে নম্বর বেশি দেওয়া থাকলেও সার্ভারে কম নম্বর আপলোড করা হয়েছে। অর্থাৎ যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে,অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই নম্বরের গোলযোগ হয়েছে।