Home অফবিট ৫ টা’কা’য় ডাল মাখানি, শাহী পনির ৮ টা’কা’য়! রেস্তোরাঁর বি’ল ভাইরাল

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫ টা’কা’য় ডাল মাখানি, শাহী পনির ৮ টা’কা’য়! রেস্তোরাঁর বি’ল ভাইরাল

আজকালকার দিনে অনেক ছোটো ছোটো বিষয় অথচ অবাক করার মতো এমন সব কিছুই সোশ্যাল মিডিয়া মারফত মানুষজন প্রত্যক্ষ করছে। আর কখনো মানুষ অবাক হচ্ছেন কখনো প্রাণ খুলে হাসছেন, তাই এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টি এখন সকলের কাছেই বেশ উপভোগ্য হয়ে উঠেছে। আর ঠিক এমন করেই অনেক পুরনো একটি রেস্তরাঁর খাবারের বিল পুনরায় ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। আর সেই বিলে খাবারের প্রাইস দেখে রীতিমত আশ্চর্য হয়ে যাচ্ছে মানুষ জন।

শাহী পনির নাকি ৮ টাকা! আজ ২০২২ সালে দাঁড়িয়ে কল্পনাই করা যায়না। কিন্তু এটি সত্য। আর যতদূর জানা যাচ্ছে এই খাবারের বিলটি লাজিজ রেস্তোরাঁ এবং হোটেলের প্রায় ১৯৮৫ সালের। অর্থাৎ প্রায় ৩৭ বছরের পুরনো। যে বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে ১৯৮৫ সালের ২০ ডিসেম্বরের তারিখ দেওয়া হয়েছে।

সেখানে বিলে দেখা যাচ্ছে শাহি পনিরের দাম ৮ টাকা। ডাল মাখানি ৫ টাকা, ডাল মাখানির সঙ্গে ছিল রায়তা যার দাম মাত্র ৫ টাকা, কয়েকটা রুটি, তার মোট দাম ৬ টাকা। আর রয়েছে ২টাকা সার্ভিস চার্জ। সব মিলিয়ে মোট ২৬ টাকা। ২০১৩ সালের ১২ অগস্ট এই বিলের ছবি ভাইরাল হয়েছিল ফেসবুকে। আর সেই ছবি আরো একবার ভাইরাল হয়েছে।

আরো খবর: নোটের দুই সা’ই’ডে এই কালো দাগগুলোর অ’র্থ কি?

সকলের পছন্দের এই খাবার এখন খেতে গেলে গাঁটের কড়ি অন্তত শো দুয়েক খরচ করতেই হবে, আর সেখানে ২৬ টাকায় এই খাবার পাওয়া যেত দেখে সকলের কাছেই বেশ ইন্টারেস্টিং লেগেছে। তবে অনেকেই এই বিলটি ফেক বলেও মনে করেছেন। তাদের দাবি এই বিলটি যতোটা পুরনো দেখা যাচ্ছে তখন সার্ভিস চার্জ নেওয়া শুরু হয়নি।

এই সার্ভিস ট্যাক্সের প্রবর্তন হয়েছে ১৯৯৪ সালে। তাই এই বিলকে ভুয়ো বলেও দাবি করেছেন। তবে মানুষ তো মজার খোরাক খোঁজে তাই লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুরই অভাব নেই এই পোস্টে। এবং বহু মানুষ ফেসবুকে এই বিল নতুন করে ভাইরাল হওয়ার পর নস্ট্যালজিক হয়ে পড়েছেন নেটিজেনরা।


বিশেষ করে ভোজনরসিকরা। এমন কম দামে যদি এখন খাবার পাওয়া যেত তাহলে নেটিজেনরা কী কী করতেন তাই নিয়েই সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে নানা মজার মজার গল্পঃ ও জুড়েছে অনেকেই।