সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২ বছর পর একদম কো’ভি’ড মু’ক্ত হলো সিকিম, পর্যটকদের ঢল নে’মে’ছে

দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ফের বাড়ল, তবে কমল দৈনিক মৃত্যুর সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১০ জন। এর মধ্যেই কোভিড-মুক্ত সিকিম। দুই রোগী সুস্থ হয়ে ওঠার পর, ঘোষণা করল সিকিমের স্বাস্থ্য দফতর।

প্রশাসন সূত্রে খবর, সিকিমে গত ২৪ ঘণ্টায় ৮৪টি নমুনা সংগ্রহ করা হলেও, পরীক্ষায় করোনা ধরা পড়েনি। হালে ২ জনের কোভিড ধরা পড়ে সিকিমে।

তারা সুস্থ হয়ে ওঠায় দুই বছর পর শুক্রবার সিকিম একটি কোভিড-মুক্ত রাজ্যে পরিণত হল। গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা  ৮৪ টি নমুনার মধ্যে রাজ্য কোনও নতুন রিপোর্ট পজিটিভ আসেনি।

আরো পড়ুন: দুদিনের মধ্যেই ঢু’কে যা’চ্ছে বর্ষা! বাংলা জু’ড়ে কি শুধুই বৃষ্টি?

সিকিমে মোট ৩৯১৬৫ টি COVID-19 কেস ধরা পড়ে। এবং ৩৭৯৬৬ জন রোগী এখন পর্যন্ত সেরে উঠেছে, ৭৪৭ জন  রাজ্যের বাইরে চলে গেছে। কোভিডে মৃতের সংখ্যা সে-রাজ্যে ৪৫২, সিকিমের স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

সিকিম সরকার কোভিড -১৯ বিধিনিষেধ তুলে নেয়। তৃতীয় তরঙ্গের পর সিকিম সরকার এই সিদ্ধান্তটি নেয়। তারপর থেকেই ঢল নেমেছে পর্যটকের।

গত ২ বছরে করোনার জন্য সে-রাজ্যের পর্যটন শিল্প ভয়াবহ ভাবে ধাক্কা খায়। তারপর গত ফেব্রুয়ারিতে বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। এখন সমতল যখন গরমে ফুটছে, তখনই মানুষের ফেভারিট ডেস্টিনেশন পাহাড়। এই পরিস্থিতিতে লোক সমাগমও হচ্ছে বিস্তর।