সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাসপাতালের পাইপ ঘিরে উ’ত্তে’জ’না, গত ৩০ বছর ধ’রে বাথরুমের জল খে’লে’ন রোগী ও ডাক্তাররা

দীর্ঘ প্রায় 30 বছর ধরে জাপানের একটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগীরা পর্যন্ত বাথরুমের অপরিশোধিত জল খেয়ে আসছেন! অথচ এ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপই ছিল না এতদিন। এখন যখন এই বিষয়টি সকলের সামনে এসেছে তখন অপরিশোধিত জল পান করে কারোর শরীরে কোনো প্রভাব পড়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

জাপানের সুইতার ওসাকা বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ঘটেছে এমন ঘটনা। সম্প্রতি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এরপর সংবাদমাধ্যম মারফত খবরটি ছড়িয়ে পড়ে। মেডিকেল বিভাগে প্রায় একশো কুড়িটি জলের কলে ভুল পাইপ সংযোগ করা ছিল। 1993 সালে যখন এই হাসপাতাল খোলা হয়েছিল তখন থেকেই কার্যত থেকে গিয়েছে এই সমস্যা।

বাথরুমে ব্যবহৃত নোংরা জলই এতদিন পান করে এসেছেন হাসপাতালের রোগী থেকে চিকিৎসক, নার্স এবং ওই বিভাগে কর্মরত অন্যান্য কর্মীরাও। নতুন জল পরিশোধন প্ল্যান্ট বসানোর সময় বিষয়টি প্রথম নজরে আসে। কলের পাইপের উৎস সম্বন্ধে তখন জানা যায়। এর পরেই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে হাসপাতালের পাইপগুলি বদলানো হয়েছে বলেও জানা গিয়েছে।