সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ল’ঞ্চ হ’লো Maruti Suzuki Grand Vitara, দেখুন লুকস

বাজারে এলো নতুন মারুতি সুজুকি এস ইউ ভি মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা। নতুন এই গাড়িতে হাইব্রিড মোডের পাশাপাশি রয়েছে ফোর হুইল ড্রাইভের মতো গুরুত্বপূর্ণ ফিচার। মারুতি সুজুকি জিপসিতে সর্বশেষ দেখা যেত এই ফোর হুইল ড্রাইভের ফিচার। এই গাড়িটি বন্ধ হয়ে যাওয়ার পর, আর কোনও গাড়িতে এই ফিচার প্রদান করা হয়নি।

গাড়িটি লঞ্চ করা হয়েছে সোমবার। আর ইতিমধ্যেই গাড়িটির প্রায় বুকিং স্টার্ট হয়ে গিয়েছে। এই অল্প সময়ের মধ্যেই প্রায় ৫৫০০০ বুকিং নেওয়া হয়ে গিয়েছে। সুজুকি কোম্পানি থেকে বলা হচ্ছে মাত্র ১১০০০ টাকা দিয়েই করা যেতে পারে এখন বুকিং আর তাই দেরি না করে সুজুকি লাভাররা বুক করতে শুরু করে দিয়েছেন। তবে জানা যাচ্ছে বুক এখন করলেও গাড়িটি হাতে পেতে পাঁচ সাড়ে পাঁচ মাস সময় লাগবে।

নতুন এই এসইউভিতে থাকছে মোট ১১ টি ভ্যারিয়েন্ট। আর শুধুমাত্র মারুতি সুজুকির নেক্সা শোরুমগুলিতেই এই গাড়িগুলি পেয়ে যাবেন গ্রাহকরা। যেই ভ্যারিয়েন্টে এই গাড়িটি কিনতে পারবেন সেই ভ্যারিয়েন্টগুলি হল সিগমা, ডেল্টা, জেটা, আলফা, জেটা+ ও আলফা+. এই গাড়িতে অল হুইল ড্রাইভ যুক্ত ভ্যারিয়েন্টে আপনি পেয়ে যাবেন ১৯.৩৮ কিমির মাইলেজ। এই গাড়িতে আপনি পাচ্ছেন একটি ১.৫ লিটারের পেট্রল ইঞ্জিন।

আরো পড়ুন: অভিনেত্রীর মু’খে দু’র্গ’ন্ধ, তা সত্ত্বেও চু’;’;মু খে’তে হয়েছে ইমরান হাশমিকে! কে সেই নায়িকা?

ম্যানুয়াল ও অটোমেটিক, দুই ধরণের ট্র্যান্সমিশনের অপশন এই গাড়িটিতে পেয়ে যাবেন আপনি। ম্যানুয়াল ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ২১.১১ও অটোমেটিক ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ২০.৫৮ কিমির মাইলেজ পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়াও এই গাড়িটিতে আপনি পাবেন মাইল্ড হাইব্রিড থেকে শুরু করে স্ট্রং হাইব্রিডের অপশন।

ভারতীয় বাজারে এই গাড়িটি ১০লাখ ৪৫ হাজার টাকা (এক্স শোরুম) দিয়ে শুরু হচ্ছে । অন্যদিকে, গাড়িটির টপ মডেল ফুল হাইব্রিডের দাম রাখা হয়েছে ১৯.৪৯ লাখ। হাইব্রিডের পাশাপাশি এই গাড়িতে রয়েছে ডুয়াল টোন কালার অপশন। কিন্তু এর জন্য আরো ষোলো হাজার টাকা অতিরিক্ত খরচ করতে হবে আপনাদের। তবে এটি শুধুমাত্র আলফা, জেটা+ ও আলফা+ ভ্যারিয়েন্টেই এই ডুয়াল টোনের সুবিধা পাওয়া যাবে।