সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ তিনি ভারতের ধনীতম মহিলা, ২ ব’ছ’রে সম্পদ বাড়িয়েছেন ৯৫ হাজার কোটি টা’কা

সাবিত্রী জিন্দল তিনি এবার ভারতের এক ধনীতম মহিলা হিসেবে নিজের জায়গা পাকা করেছেন। যখন মানুষের বিরতি নেওয়ার সময়, ঠিক তখনই তিনি ব্যডসার মারপ্যাচ শিখে আজ এতটা সফল হয়ে উঠেছেন।

কারণ তার স্বামী ওম প্রকাশ জিন্দলের প্রয়াণের পরেই তিনি নিজে ব্যবসার হাল ধরেন। তিনি কোনোদিন কলেজে যান নি। কিন্তু তিনি তখন থেকে ব্যবসা হাতে নিয়েছে তবে থেকে কেবলমাত্র শ্রীবৃদ্ধি হয়েছে।

সম্পত্তির পরিমাণ ৯৫ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। গত ২ বছরের মধ্যেই তার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩ গুণের মতো। ২০২০ সালের ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২২ সালে তা ১৭.৭ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে।

আরো পড়ুন: ব্র্যান্ডেড স্মার্টফোন থে’কে টিভি, সবকিছু পণ্যে মিলছে ৮০% ছা’ড়, বি’রা’ট অ’ফা’র দিচ্ছে ফ্লিপকার্ট

ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে গত কয়েক বছরের মধ্যে ধনীতম মহিলা তিনি। সাবিত্রী জিন্দলের পরেই রয়েছেন ভারতের ধনীতম মহিলার তালিকায় বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার।

সময় মানুষের কিভাবে বদলে যায়, এটাই তার প্রমাণ। যেখানে বিশ্বব্যাপী বিলিয়নেয়ার তালিকায়, তিনি ২০২০ সালে ৩৪৯ নম্বরে ছিলেন সাবিত্রী জিন্দল সেখান থেকেই আজ তিনি ১২৬ নম্বরে এসে পৌঁছেছেন। আর এটাই হল আসল সফলতা।।