সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একই দিনে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের জন্ম হ’লো, বি’র’ল ঘ’ট’না আমেরিকায়

প্রতিটা পরিবারের মানুষের কাছেই তাদের কাছের মানুষের জন্মদিনটা খুব স্পেশাল হয়। যে যেমন পারে সেভাবেই সেলিব্রেট করে এই দিনটা। কিন্তু ধরুন কোনো পরিবারে স্বামী স্ত্রী ও বাচ্চা সকলেরই একই তারিখে জন্মদিন, কেমন হবে? শুনে মনে হচ্ছে তো যে, এও আবার হয় নাকি। কিন্তু এটা হয়েছে। এটা আমেরিকায় হয়েছে।

জানা যাচ্ছে গত ১৮ ডিসেম্বর আলাবামা প্রদেশের হান্টসভিলের বাসিন্দা ক্যাসিডি এবং ডিলান স্কটের ফুটফুটে কন্যাসন্তান জন্ম নিয়েছে। এই আঠারো সেই মহার্ঘ দিন! পরিবারের তিন সদস্যের জন্মদিন। এমন কাণ্ড নাকি ১ লাখ ৩৩ হাজারে একবার ঘটে। ফলে খুদের আগমনে দম্পতিকে সোশ্যাল মিডিয়ায় ঢালাও শুভেচ্ছা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয় “অভিনন্দন জানাই ক্যাসিডি এবং ডিলান স্কটকে। তাঁরা সবেমাত্র তাঁদের সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন! যেকোনও পরিবারের জন্য এটি আনন্দের সময়।” এরপরেই বিরল বিষয়টি জানায় হাসপাতাল। পোস্টে লেখা হয়েছে, “এই পরিবারের জন্য এটি (সন্তানের জন্ম) একটু বেশিই বিশেষ ঘটনা।

আরো খবর: ২০২৩ সালে সাড়ে সাতি দ’শা থেকে নিজেকে বাঁ’চা’তে এই পথগুলো বাছুন, নাহলে বি’প’দ!

কারণ ওঁরা সবাই একই দিনে জন্মদিন পালন করবেন! রবিবার, ১৮ ডিসেম্বর তাঁদের কন্যা সন্তান লেননের জন্ম হয়েছে। বাবা-মায়েরও জন্মদিন ওই দিনে। এমনটা হওয়ার সম্ভাবনা ১ লাখ ৩৩ হাজারে একটি থাকে। ভোররাত সাড়ে ১২টার সময় প্রসব হয়। মিষ্টি পরিবারের শুভ জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান সকলে!”

আসলে বিষয়টি কিছুটা এরকম যে, ওই দম্পতির দুজনারই জন্মের তারিখ ১৮ই ডিসেম্বর। এবার তাদের আসন্ন সন্তানও একই তারিখে ভূমিষ্ঠ হয়েছে। হওয়ার কথা ছিল একদিন আগে অর্থাৎ ১৭ই ডিসেম্বর। কিন্তু রাত বারোটার পর জন্মগ্রহণ করে ওই দম্পতির নবজাত সন্তান। যা এক লাখ তেত্রিশ হাজারের মধ্যে একজনের হয়।

এরকম একটি বিরল ঘটনা তাই হাসপাতাল থেকে জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। সেই নতুন সদস্য নিয়ে ওই পরিবার যেমন খুশি তেমন নেট নাগরিকরাও অনেক অভিনন্দন জানিয়েছে। কেউ বলেছেন, “দামী উপহার! অভিনন্দন। তোমাদের জন্মদিনের শুভেচ্ছা জানাই।” আবার কেউ জানিয়েছে, “এই ঘটনা সত্যিই অপূর্ব। ওঁরা একসঙ্গে একদিনে জন্মদিন পালন করবেন।”