সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ত্র ১৫৫ টাকায় ভা’লো ব্র্যান্ডের Air Cooler, বি’শ্বা’স না হলে পড়ুন প্রতিবেদন

দিনের পর দিন যেন সূর্যের তাপমাত্রা একেবারে পারদ ছুয়ে পড়ছে, গরমে যেন হাঁসফাঁস করছে গোটা দেশ। এখন সবে চৈত্র মাস, এই সময়ে যা গরম তাতে মনে করা হচ্ছে যে আগামী ভবিষ্যৎতে এই গরমের তাপমাত্রা হতে চলেছে আরও ভয়ঙ্কর।

গরমের সময় অনেকেই ভেবে থাকেন এসি অথবা এয়ার কুলার কেনার কথা, কিন্তু বর্তমানে এগুলোর যা দাম তাতে অনেকেই পিছুপা হয়ে যান। তবে যারা মনে করছেন এসি কিনবেন তাদের সব থেকে ভালো হচ্ছে একটি এয়ার কুলার কেনা, যেটা অত্যন্ত ফ্রেন্ডলি দামেও পেয়ে যাবে সকলেই।

তবে অনেকেই মনে করেন যে ইএমআইতে এই জিনিসগুলো কিনবেন কিন্তু এই বিষয় নিয়ে অনেকের কাছে অনেক প্রশ্ন থাকে। যদি প্রশ্ন থেকে থাকে সংক্রান্ত তবে এই প্রতিবেদনটি হল আপনার পক্ষে যথাযথ।

আরো পড়ুন: ৯ এপ্রিল অন্নপূর্ণা পুজো, এই কাজগুলো করলে কে’টে যা’বে দারিদ্রতা

অনলাইনে এসি অথবা এয়ারকুলার কেনার জন্য অনেক অপশন রয়েছে কিন্তু সবথেকে ভালো যে ব্র্যান্ডটি সেটা হল এয়ার কুলার পার্সোনাল স্পেস এয়ার কুলার,এই এয়ার কুলারটির মধ্যে রয়েছে থ্রি ইন ওয়ান এবং তার দাম মাত্র ৩,৫০০ টাকা।

ইএমআইতে যদি এই কুলার কিনতে চান,তাহলে তার দাম পড়তে পারে ৫,২৯৯ টাকা কিন্তু যদি বিশেষ ছাড়ে কেনা হয় তবে সেটি কেনা যাবে ৩,২৯৯ টাকায়। এই ক্ষেত্রে ৩৮ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ইএমআই এর ক্ষেত্রে প্রত্যেক মাসে দিতে হবে ১৫৫ টাকা করে।

এই কুলারটি ঘরের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। এটির এয়ারকন্ডিশন সিস্টেম একদমই আলাদা। এর মধ্যে রয়েছে কটন ফিল্টার যেটার মাধ্যমে কুলারটি খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে এবং ঠান্ডা হাওয়া বের হতে সুবিধা হয়।

এখানে দেওয়া রয়েছেন নাইটলাইট এছাড়াও রয়েছে ইউএসবি পোর্টের মাধ্যমে কানেক্ট করার সুবিধা, রয়েছে ৩ টি স্পিড সেটিং মোড। এই কুলারটিতে জল ধরে ৫০০ মিলিলিটার। এটির সঙ্গে গাড়ির চার্জার, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ, ল্যাপটপ চার্জার সমস্তকিছুই কানেক্ট করা যায়। তাই অপেক্ষা না করে এত সস্তা এবং দুর্দান্ত এয়ার কুলারটি খুব শিগগিরই অ্যামাজন থেকে অর্ডার করে দিন।