সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সম্পত্তি বা’ড়া’তে হ’বে, এদিকে কর ছা’ড়ও দরকার, কি কি করবেন?

অর্থ কে না চায় বলুন সকলেই চান দুধে ভাতে থাকতে। ভবিষ্যতের জন্য সকলেই টাকা জমিয়ে রাখতে চান। ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য নানান রকম পরিকল্পনার কথাও ভেবে থাকেন। এই জমানোর জন্য কয়েকটি ব্যাপার মনে রাখতে হবে এমন কোথাও টাকা জমান যেখানে পাওয়া যায় ভালো সুদ আর আয়করের খুব একটা ঝামেলাও না থাকে।

কিন্তু আর্থিক মন্দার এই যুগে এমন কোথায় টাকা রাখবেন! কোথায় বিনিয়োগ করলে সুরক্ষার ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত থাকতে পারবেন। ইএলএসএস বা ইকুইটি লিংকড সেভিং স্কিম। এটি এমন একটি মিউচুয়াল ফান্ড যেখানে অনেকটা করের সাশ্রয় হয়।

এই আর্থিক সংকটের দিনেও যাতে কোনোভাবে চিন্তাগ্রস্থ না হন গ্রাহক তার দায় দায়িত্ব বহন করে এই সেভিংস স্কিম। আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী তিন বছরের লগ ইন সুবিধা তো রয়েছে সেই সঙ্গে রয়েছে কর ছাড়। তিন বছর ধরে আপনি ভাঙাতে পারবেন না এই ফান্ড।

আরো খবর: বি’য়ে করেছেন দুটি কিন্তু একটাও টি’কে’নি! সৌন্দর্য্যের দি’ক দিয়ে দিদি দেবশ্রী দেবে ট’ক্ক’র শুভশ্রীকেও

অর্থাৎ এই ফান্ড ভাঙানোর জন্য অপেক্ষা করতে হবে তিন বছর। এই প্রকল্পের রয়েছে নানান রকম বিকল্প।। তার মধ্যে সবচেয়ে লাভজনক হল রিটার্নের অংশ আবার বিনিয়োগ করা। বিনিয়োগকারী একবারে বা পর্যায়ক্রমে বিনিয়োগের সুযোগ পাবেন।

যাকে এক কথায় বলা হয় সিপ রেকারিং। ইকুইটিতে বিনিয়োগ যদি ১ বছরের বেশি সময় ধরে চলে তবে সেই অর্থ বর্ষে আয় এক লক্ষ টাকার বেশি হতে পারে। সে ক্ষেত্রে অতিরিক্ত আয়ের উপর ১০ শতাংশ করে কর দিতে হবে।

এই স্কিম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে। ২০২২ ২৩ অর্থ বর্ষের শেষে যদি কেউ বিনিয়োগ করতে চান তবে এটাই হতে পারে উপযুক্ত সময়। তবে বিনিয়োগ করবার আগে আরও বেশ কয়েকটি দিক বিবেচনা করে তবেই এই পথে পা বাড়ানো উচিত।