সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রাথমিকে ২৬৯ জনের নি’য়ো’গ বা’তি’লে সুপ্রিম কোর্টের স্থ’গি’তাদে’শ, কারো চাকরি বা’তি’ল হ’চ্ছে না!

টেট আন্দোলনকারীদের এবার সুপ্রিমকোর্টের নির্দেশে বিশাল ধাক্কা, কারও চাকরি বাতিল নয়। প্রাথমিকের ২৬৯ জনের নিয়োগ বাতিল নয়। িতিমধ্যেই চাকরি বাতিলের নির্দেশের ওপরে অন্তর্বর্তী স্থগিতা দেশ দিল সিপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত চাকরিতে বহাল থাকবে তারা, আগামী ৪ সপ্তাহের মধ্যে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবার আগামীতে কি হবে সেটা আদালতের হাতে।

কিন্তু এই অন্তর্বর্তী স্থগিতা দেশ দারুণ ভাবে ধাক্কা দিল প্রাথমিক টেট আন্দোলনকারীদের। নিয়োগ দুর্নিতী নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় ২৬৯ জনের চাকরি বাতিল করেছিল, এই রায়কে চ্যালেঞ্জ করেই ২৬৯ জন চাকরি প্রার্থী শীর্ষ আদালতের দারস্থ হয়, আর সেই আদালত থেকেই এই শুনানি দেওয়া হল আজ মঙ্গলবার।

অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার কারণ এ তাদের চাকরি এখনই বাতিল হচ্ছে না। শীর্ষ আদালতের পক্ষ থেকে আগামী ৪ সপ্তাহের মধ্যে হলফনামা জমা করার কথা বলা হয়েছে। নিয়োগ নিয়ে সমস্ত চাকরিপ্রার্থীদের আইনজীবীকে সেখানে ব্যাখ্যা করতে হবে।

আরো পড়ুন: মঙ্গল ও কেতু গ্রহের অবস্থানে অ’শু’ভ নবপঞ্চম যোগ, এই ৪ রাশির লোকেরা হবেন দু’র্ভো’গে’র শি’কা’র

কলকাতা হাইকোর্টে নিয়োগ নিয়ে তারা তাদের মতামত ব্যাখ্যা করতে পেরেছিল কিনা সেটা দেখার বিষয় আছে। তাই তাদের সময় দেওয়া হয়েছে। তাদের চাকরি এখনি বাতিল হচ্ছে না। যা সিদ্ধান্ত হবে সেটা শুনানির পর নেওয়া হবে, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। তবে সিবি আই তদন্তে কোনো বাধা দেয় নি শীর্ষ আদালত।