সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় সেনায় কোন পদমর্যাদার কত বেতন?

সেনাবাহিনীর প্রতিটি পদে এক একটি বেতন পরিকাঠামো বা বেতন স্তর রয়েছে। বেতন কাঠামোর মৌলিক একককে বলা হয় বেতন স্তর। এক প্রতিষ্ঠানের একজনের সঙ্গে অন্যজনের পদমর্যাদা কতটা আলাদা সেটা বোঝাতেই বেতন ভিন্নতা হয়ে থাকে। ভারতের বেতনে ১৮ টি স্তর রয়েছে। ভারতীয় সেনা ক্যাপ্টেনদের ভাতা ছাড়াও বেতন আলাদা থাকে ।

বেতন বাবদ ৬১ হাজার ৩০০ টাকা থেকে ১ লক্ষ ৯৩ হাজার ৯০০ টাকা অবধি পেয়ে থাকেন তারা। ভারতীয় সেনার যারা মেজর পদমর্যাদার আধিকারিক তাদের বেতন স্তর আরো অনেক বেশি। কোন রকম ভাতা ছাড়াও তারা ৬৯ হাজার ৪০০ টাকা থেকে ২ লাখ ৭২০০ টাকা পর্যন্ত বেতন পান।

লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আধিকারিকদের বেতন স্তর থাকে এক লক্ষ টাকার উপরে।ভাতা ছাড়া তারা প্রতি মাসে এক লক্ষ একুশ হাজার দুশো টাকা থেকে দু লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত পেতে পারেন। ভারতীয় সেনার যারা কর্নেল রয়েছেন তারা প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার ৬০০ টাকা থেকে বেতন পান।

তাদের সর্বোচ্চ বেতন হতে পারে ২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা। বিগ্রেডিয়ার জেনারেল পদমর্যাদার আধিকারিকদের মাসিক বেতন থাকে এক লাখ ৩৯ হাজার ৬০০ টাকা। তাদের সর্বোচ্চ বেতন হয় ২ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

আরো খবর: নাগা সাধুরা দিনে ৭ জায়গায় ভিক্ষা করেন, কিছু না পে’লে খালি পেটেই থাকেন! রইলো অজানা কথা

মেজর জেনারেল পদমর্যাদার আধিকারিকদের বেতন শুরু হয় ১ লাখ ৪৪ হাজার দুশো টাকা থেকে। তাদের সর্বোচ্চ বেতন হয়ে থাকে ২ লাখ ১৮ হাজার ২০০ টাকা। লেফটেন্যান্ট জেনারেল রা প্রতি মাসে সরকারের ঘর থেকে এক লাখ ৮২ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন পান।

সর্বোচ্চ পাবেন দু লাখ ২৪১০০ টাকা। শীর্ষ পদমর্যাদার জেনারেল এইচএজি এর বেতন থাকে দু লাখ পাঁচ হাজার চারশ থেকে দু লাখ ২৪ হাজার ৪০০ টাকা পর্যন্ত। ভারতীয় সেনার ভাইস চিপ অফ আর্মি বেতন স্তর শুরু হয় ২ লাখ ২৫ হাজার ২০০ টাকা থেকে।

ভারতের বর্তমান লেফটেন্যান্ট জেনারেল এমবি সুচিন্দা কুমার। তিনি বেতন পান দু লাখ ২৫ হাজার টাকা। ভারতীয় সেনার সেনাপ্রধান চিপ অফ আর্মি স্টাফ বেতন পান সবচেয়ে বেশি প্রতিমাসে আড়াই লক্ষ টাকা থেকে শুরু হয় তার বেতন।