সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিরাপত্তা পরিষদে আ’রো সংস্কার চাই, সবাইকে সমান অধিকার দেওয়া হো’ক, সা’ফ জানালো ভারত

এবার ভেটো সংস্কার নিয়ে মুখ খুলল ভারত, এই নিয়ে রাষ্ট্র সংঘে এক বড় পদক্ষেপ গ্রহণ করা হল। কারণ গতকাল মঙ্গলবার রাষ্ট্র সংঘের সাধারণ সভায় একটি রেজিলিউশন পাশ করা হয়েছে।

সেই রেজুলেশনে উল্লেখ করা রয়েছে, যদি কোনো ৫ দেশ এই ভেটো প্রয়োগ করে তাহলে তাদের ন্যায়সঙ্গত ভাবে সেটা করতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, রেজোলিউশন কে স্বাগত জানিয়ে ভারত আরো সংস্কার করার দাবি জানিয়েছে ভেটো প্রয়োগে।

এই নিয়ে ভারতের তরফ থেকে উপস্থায়ী প্রতিনিধির বক্তব্যে জানায়, সবাইকে যাতে সমান অধিকার দেওয়া সম্ভব হয় , সেই কারণে আরও বেশী সংস্কারের প্রয়োজন। নতুবা নতুন সদস্য অন্তর্ভুক্ত করা উচিৎ।

আরো পড়ুন: একটানা ৭ দিন বাজার বন্ধের নি’র্দে’শ জঙ্গলমহলে, ফের মাওবাদী পো’স্টা’র

এখানেই শেষ নয় ভারতের তরফ থেকে আরও বলা হয়েছে, দরকার পড়লে নতুন প্রতিনিধি নিযুক্ত করে নিরাপত্তা পরিষদকে কার্যক্রমে বিশ্বাসযোগ্য ও বৈধ করতে হবে।

তাছাড়া গত চার দশক ধরে সংখ্যালঘু নেতিবাচক কণ্ঠ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের পুরো প্রক্রিয়াটিকে বন্ধ করে রেখেছে। তাই এবার নতুন কণ্ঠস্বরের অন্তর্ভুক্তিকরণ বিশ্বাসযোগ্যতা বৈধতা ও প্রতিনিধিত্বমূলক বিষয় নিয়ে মুখ খুলল ভারত।

আরো পড়ুন: করদা’তা হিসেবে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে প্রথম ধোনি, কত টা’কা কর দিয়েছেন জানেন?

তাছাড়া ভারতের উপস্হায়ী প্রতিনিধি আরও মনে করিয়ে দেয় যেটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলা হয়, ২০০৮ সালে সর্বসম্মতিক্রমে ইউএনজিএ সম্মত হয়েছিল যে ভেটো সহ নিরাপত্তা পরিষদের বেশ কিছু বিষয় সংস্কার করতে হবে।