সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

করদা’তা হিসেবে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে প্রথম ধোনি, কত টা’কা কর দিয়েছেন জানেন?

মহেন্দ্র সিং ধোনি তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, আইপিএল খেলছেন ঠিকই হয়তো এটাই তার শেষ মরশুম। তাই বলে কি তার জনপ্রিয়তা কমে গেছে? কখনোই না। তার জনপ্রিয়তা ঠিক আগের মতোই রয়েছে।

কারণ তিনি যখন ব্যাট হাতে মাঠে নামে দর্শকের গড়ার জন্য আরও কয়েকগুণ বেড়ে যায় উচ্ছ্বাসে আনন্দে। মহেন্দ্র সিং ধোনি নামটা একটা ব্র্যান্ড। তার আর্থিক আয় এর দিকে না হয় নাই গেলাম। অনেক ব্যবসাই রয়েছে সাথে অনেক কিছুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।

বিপুল পরিমাণ আয় করেন তিনি। আর সেই কারণেই তাঁর ট্যাক্স এর পরিমাণ ও অধিক। তিনি আয় করেন বিপুল পরিমাণে, কিন্তু ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করেন না তিনি। যা সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে ঝাড়খান্ড সরকারের তরফ থেকে।

আরো পড়ুন: করাচি বি’স্ফো’র’ণ কা’ণ্ডে মানববোমা এই মহিলা ছিলেন প্রাণীবিদ্যায় স্নাতক, পড়াতেন স্কুলে!

ক্রিকেটের মাঠে যায় মন সবার আগে তিনি এমনভাবে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রেও প্রথম তালিকায় তিনি।ঝাড়খন্ড রাজ্যের সব থেকে বেশি ট্যাক্স দাতা হিসেবে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির নাম। ২০১৯-২০ সালে তিনি ট্যাক্স দিয়েছেন ২৮ কোটি টাকা।

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, তিনি ২০২১-২২ এর জন্য আয়কর বিভাগকে ৩৮ কোটি টাকা অগ্রিম কর প্রদান করেছেন। ২০২০-২১ সালে তিনি ৩০ কোটি টাকা কর পরিশোধ করেছিলেন।

২০২১-২২ সালে ধোনি আনুমানিক আয় প্রায় ১৩০ কোটি টাকা হতে পারে। লক্ষ করে দেখা গেছে ধনী একজন দারুন ক্রিকেটার এর সাথে সাথে একজন দক্ষ ব্যবসায়ী।

তার অনেক কয়েকটা ব্যবসা রয়েছে, এর সাথে তার বিনিয়োগ রয়েছে হোম ইন্টেরিয়র কোম্পানি হোমলেন, কারস ২৪, স্টার্টআপ কোম্পানি খাতাবুক, স্পোর্টস কোম্পানি রান অ্যাডামের মতো কোম্পানি গুলোতে।