সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হিন্দু ধর্মে এই গাছের এত গুরুত্ব কেন? জানুন কারণ

হিন্দু ধর্মে যে গুরুত্বপূর্ণ গাছগুলো স্থান পায় তার মধ্যে অন্যতম অশ্বত্থ গাছ। হিন্দু শাস্ত্র তো অবশ্যই সেই সঙ্গে আয়ুর্বেদ এবং পুরানে এর আলাদা গুরুত্ব রয়েছে। আবার হিন্দু ধর্মে বলা হয় এই গাছেই নাকি বসবাস করেন মা লক্ষী তাই লক্ষ্মী পুজোর দিন এই গাছেও আরাধনা করা হয়।

সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এই গাছকে। দেবতাদের বৃক্ষ বলা হয় এই গাছকে মনে করা হয় এই গাছে লক্ষী এবং ভগবান বিষ্ণু একসাথে অধিষ্ঠান করেন। এই গাছকে যদি আপনি দেবতা হিসেবে পুজো করেন তবে অনেক গ্রহ নক্ষত্রের ভয়াবহ প্রকোপ থেকে রেহাই পাওয়া যায়।

যদি এই গাছটি পুজো করেন তবে সবসময় সমৃদ্ধি এবং সুখ বজায় থাকবে। যে কোন রাশির বিপদ কেটে যেতে পারে এমনকি মানুষ দীর্ঘায়ু হতে পারেন এই গাছের পুজো করলে। বাড়িতে যদি একটি গাছ লাগান তবে আপনি দীর্ঘজীবী হবেন এবং বংশ রক্ষা হবে।

কিভাবে অশ্বত্থ পুজো করবেন জেনে নিন। রবিবার ছাড়া প্রতিদিন এই গাছে জল দিয়ে অভিষেক করবেন বিশেষ করে শনিবার। এই গাছের চারপাশে ঘোড়ার ফলে জন্ম কুন্ডলীতে থাকা নানান কালসর্প দোষ কেটে যায়।

শনিবার এই গাছের পাতা স্পর্শ করে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করলে নানান দোষ থেকে মুক্তি পাওয়া যায়।যাদের পিতৃ দোষ রয়েছে তারা অবশ্যই বাড়িতে এই গাছ লাগাতে পারেন।

শনিবার গাছে গুড় এবং দুধ মিশিয়ে জল নিবেদন করতে পারেন এছাড়া সন্ধের সময় সরষের তেলের প্রদীপ জ্বালান।  ১১ টি পাতা নিয়ে এবং চন্দনের কালি দিয়ে জয় শ্রীরাম লিখে নিন। এরপর সেই পাতার মালা বানিয়ে হনুমানজির গায়ে লাগিয়ে দিন। শনির যে কোন দোষ থেকে মুক্তি পাওয়া যাবে।