সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৌষের শুরুতেই জাঁ’কি’য়ে শীত, রাজ্যজু’ড়ে ঠান্ডার আ’মে’জ! কলকাতার তাপমাত্রা ক’তো?

এইতো কদিন আগেও শীতের দেখা নেই বলে হা হুতাশ করছিলেন বঙ্গবাসী। অবশেষে পৌষের শুরুতেই শীতের ছোঁয়া পাওয়া গেল রাজ্যে। আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী শনিবার এরপর রবিবারেও জাকিয়ে ঠান্ডা পড়ে গিয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। সকাল থেকেই হাড় কাঁপতে শুরু করেছে আম বাঙালির। ঘুম চোখে উঠতেই রোদ ঝলমলে দিনের দেখা, সেইসঙ্গে জবুথবু শীত।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৭° সেলসিয়াস। যা স্বাভাবিকের মতোই। যদিও শনিবারের তুলনায় রবিবার শীতের দাপট কিছুটা কম রয়েছে। শনিবার মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস জানিয়ে দিয়েছে রবিবার সারাদিন কলকাতার আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। যেহেতু নিম্নচাপের অশনি সংকেত আর নেই তাই উত্তরে হাওয়া প্রবেশ করবে। যার প্রভাবে শীত আরো বাড়বে। তবে আগামী পাঁচ দিন রবিবারের মতোই তাপমাত্রা থাকবে। সপ্তাহের শেষেই আবারো শনিবারের মতন তাপমাত্রা নেমে যেতে পারে।

আরো খবর: আবাস যো’জ’না প্রকল্প থেকে বাংলায় প্রায় ১০ লক্ষ নাম কা’টা গে’লো!

ডিসেম্বরের শুরুতে নিম্নচাপের চোখ রাঙানির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ভারতে তৈরি হয়েছিল শক্তিশালী ঘূর্ণাবর্ত। যার প্রভাবে শীত ঢুকতে বাধা প্রাপ্ত হয়েছে। শীত না আসায় চিন্তার ভাজ পড়েছিল শীতকাতুড়ে বাঙালির কপালে। তবে অবশেষে চওড়া হাসি হাসছেন আরাম প্রিয় বাঙালি।

কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও শীতের দাপট উপভোগ করছেন বাসিন্দারা। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের পরিমাণ অপেক্ষাকৃত বেশি। সকাল সকাল কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা বাংলা।