সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনলাইনে কে’না জিনিস পৌঁ’ছে দেওয়ার ঠি’কা’না ভাইরাল, ভ্যাবাচ্যাকা খে’লো ডেলিভারি ব’য়

বর্তমানে অনলাইন কেনাকাটার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে।। দূরে কোথাও কেনাকাটির তুলনায় বাড়িতে বসে কেনাকাটা করতেই বেশি পছন্দ করেন কেতাদুরস্ত মানুষ। তবে অনলাইন কেনাকাটার সময় সবচেয়ে জরুরি নিখুঁত এবং নির্ভুল ঠিকানা দেওয়া। যাতে সরবরাহকারী খুব সহজেই নির্দিষ্ট বাড়ি খুঁজে ফেলেন।

তবে ঠিকানার সঙ্গে কাছাকাছি কোন ল্যান্ডমার্ক দিয়ে দেওয়া ভীষণ জরুরী। তেমনি একটি অনলাইন ডেলিভারির ইন্টারনেটের ঠিকানা বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন হঠাৎ ভাইরাল হল এই ঠিকানা। সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে একজন গ্রাহক বা কাস্টমার তার ঠিকানা দিয়েছেন অদ্ভুতভাবে।

মোরকের উপর লেখা রয়েছে যিনি এই ঠিকানায় ডেলিভারি করবেন তিনি আজীবন এই ঠিকানা কখনোই ভুলতে পারবেন না। গিলাকত গ্রাম থেকে এক কিলোমিটার আগে ডানদিকে আমাদের একটা চাষের জমি রয়েছে। তার পাশেই রয়েছে একটি লোহার গেট সেখানে ছড়ানো রয়েছে অনেকগুলো কালো পাথর।

আরো খবর: কলকাতায় এসে’ছেন মোহন ভাগবত, সংঘ প্রধানের কি কি কর্মসূচি রাজ্যে?

আমাকে ফোন করবেন আমি গেট পর্যন্ত আপনাকে রিসিভ করে নেব। ক্রেতার নাম ভিখারাম তার বাড়ির রাজস্থানের যোধপুর জেলার হরিশ নগর। সেখান থেকেই তিনি অনলাইনে এই ঠিকানা পোস্ট করেছেন। আর এই ঠিকানা নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে।

এই ঠিকানা দেখে নানান রকম কমেন্ট ভেসে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলেছেন ডেলিভারি বয় কে সত্যি সত্যি অতদূর গিয়েছে! আবার কেউ বলছেন নিছক মজা করে এমন ঠিকানা ব্যবহার করা হয়েছে। অনেকে আবার ভিখারামের বুদ্ধিমত্তার প্রশংসা করে লিখেছেন এমনভাবেই ঠিকানা দেওয়া উচিত। হয়রানি থেকে মুক্তি পাওয়া যাবে।