সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিয়ালদহ-বনগাঁ শাখায় ৩ দিনের জন্য ব’হু ট্রেন বাতিল, বি’রা’ট ঘো’ষ’ণা পূর্ব রেলের

পরপর চার দিন শিয়ালদহ থেকে বনগাঁ শাখায় রয়েছে একাধিক ট্রেন বাতিল। যার ফলে ভোগান্তিতে পড়বেন নিত্যযাত্রীরা। বিশেষ করে কাজের দিনগুলিতে এই ট্রেন বাতিল থাকায় সমস্যায় পড়তে হবে তাদের। অন্যতম ব্যস্ততম রুট পরা যেতে পারে শিয়ালদহ বনগা রুট। আগামী শুক্র শনি রবিবার এবং সোমবার এই চার দিন শিয়ালদহ বনগাঁ শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে।

জানা গিয়েছে দত্তপুকুর স্টেশনে মেরামতির কিছু কাজ রয়েছে যার কারণে এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। শুক্রবার ২০ জানুয়ারি আপ ৩৩৮৬৩ এবং ডাউন ৩৩৮৫৮ শিয়ালদহ বনগাঁ লোকাল বাতিল। শনিবার ২১ জানুয়ারি বাতিল থাকবে আপ ৩১৬২৯ শিয়ালদহ রানাঘাট লোকাল। ডাউন ৩১৬৩৬ রানাঘাট শিয়ালদহ লোকাল।

আবার অন্যদিকে ৩৩৮১১ ৩৩৮১৩ ৩৩৮৬৩ শিয়ালদহ বনগাঁ লোকাল বাতিল থাকবে একুশে জানুয়ারি শনিবার। বাতিল করা হয়েছে ডাউন শিয়ালদহ বনগাঁ লোকাল তিনটি ট্রেন। সেগুলি যথাক্রমে ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮৫১। আপ ৩৩৬৫১, ডাউন ৩৩৬৫২ শিয়ালদহ হাবরা লোকাল বন্ধ থাকবে।

আরো খবর: আজ পর্যন্ত হাসপাতালে ভ’র্তি হননি, রয়েছে ১১ নাতি ও ১১ পুতি, চিনে নিন ১১৫ বছরের বৃদ্ধাকে

রবিবার অর্থাৎ বাইশে জানুয়ারি বাতিল করা হয়েছে আপ ৩১৬১৭ শিয়ালদহ রানাঘাট লোকাল। ডাউন ৩১৬২২ রানাঘাট শিয়ালদহ লোকাল। আপ ৩১৪৭১ ৩১৪১৫ শিয়ালদহ নৈহাটি লোকাল।

ডাউন ৩১৪১৮ এবং ৩১৪২০ নৈহাটি শিয়ালদহ লোকাল।আপ ৩১৩১৭, শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল, ডাউন ৩১৩১৮ কল্যাণী সীমান্ত শিয়ালদহ লোকাল, আপ ৩১২১৩ ৩১২২১ শিয়ালদাহ ব্যারাকপুর লোকাল! ডাউন ৩৮২১৪ ৩১২২২ ব্যারাকপুর শিয়ালদহ লোকাল বাতিল।

শিয়ালদহ বনগাঁ শাখার আপ ৩৩৮১১,৩৩৮১৫,৩৩৮৬৩, ডাউন ৩৩৮১২, ৩৩৮৮১,৩৩৮২২,৩৩৮৫৮। আপ ৩৩৬৫১ ডাউন ৩৩৬৫২ শিয়ালদহ হাবরা লোকাল বন্ধ রয়েছে।। ২৩ শে জানুয়ারি সোমবার বাতিল থাকবে, আপ ৩৩৮১১ ৩৩৮১৩ ৩৩৮১৫ শিয়ালদহ বনগাঁ লোকাল।

ডাউন ৩৩৮১২ ৩৩৮১৮ ৩৩৮২২ বনগাঁ শিয়ালদহ লোকাল। আপ ৩৩৬৫১ এবং ডাউন ৩৩৬৫২ শিয়ালদহ হাবরা লোকাল বন্ধ থাকবে। দত্তপুকুর শিয়ালদাহ লোকাল দত্তপুকুর থেকে ছাড়ার বদলে ছাড়বে বামনগাছি থেকে আগামী ২১-২২ ও ২৩ তারিখে।