সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’ড়ো সুখবর, এবার কৃষকরা এই ভাবেই পা’বে’ন ১.৬০ লক্ষ টা’কা

ভারতীয় কৃষকদের জন্য সুবর্ণ সুযোগের ব্যবস্থা করে দিল কেন্দ্রীয় সরকার। পশুপালনে ইচ্ছুক কৃষকদের পশুপালনের উন্নয়নের জন্য পশু কিষাণ ক্রেডিট যোজনা শুরু করা হয়েছে। কৃষকদের অধিকতম ৩ লক্ষ টাকা গরু, মহিষ, ভেড়া, ছাগল এবং মুরগি পালনের জন্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। যার মধ্যে ১.৬০ লক্ষ টাকা নেওয়ার জন্য গ্যারান্টি দেওয়ার প্রয়োজন পড়বে না।

মোদি সরকারের কিষাণ ক্রেডিট কার্ডের মতো ব্যবস্থা রয়েছে এই পশু কিষান ক্রেডিট কার্ডের নিয়মে। হরিয়ানার কৃষি মন্ত্রী জেপি দলাল জানালেন, ইতিমধ্যেই প্রায় ৫৬০০০ পশুপালককে এই কার্ডের সুবিধা দেওয়া হয়েছে। কিষান ক্রেডিট কার্ডের (KCC) মতো এই কার্ডে লোন নিলে মাত্র ৪ শতাংশ সুদ দিতে হবে।

গরুদের জন্য ৪০,৭৮৩ টাকা, মহিষের জন্য ৬০,২৪৯ টাকা, ভেড়ার জন্য ৪০৬৩ টাকা এবং মুরগির ৭২০ টাকার ঋণ দেওয়া হবে এই কার্ডে। এই সুবিধা পেতে হলে হরিয়ানার বাসিন্দা হতে হবে। আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড লাগবে এবং মোবাইল নম্বর ও তার সঙ্গে পাসপোর্ট সাইজ ফোটো দিতে হবে ডকুমেন্ট বাবদ।

ব্যাঙ্কের তরফে সাধারণত পশু পালনের জন্য কৃষকদের ৭ শতাংশ সুদে লোন দেওয়া হয়ে থাকে। পশু কিষান ক্রেডিট কার্ড ব্যবহার করতে চাইলে সে ক্ষেত্রে লোন নিলে ৪ শতাংশ হারে সুদে লোন নিতে পারবেন। সুদের হারে ৩ শতাংশ ছাড় দেবে কেন্দ্রীয় সরকার। অধিকতম ৩ লক্ষ টাকার ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

যারা এই ক্রেডিট কার্ড বানাতে চান তাদের হরিয়ানার ব্যাংকে গিয়ে সমস্ত ডকুমেন্টসসহ আবেদনপত্র জমা দিতে পারেন। কেওয়াইসি-র জন্য আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। সমস্ত ডকুমেন্ট যাচাই করার পর ব্যাঙ্কের তরফে ১ মাস পর এই কার্ড জারি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।