সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাবস্ক্রিপশন চা’লু হলো Meta-র, ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্লু-টিক পেতে কি করতে হ’বে? খরচ ক’তো?

টুইটারের পর এবার সাবস্ক্রিপশন চালু মেটারও , বুঝতে পারলেন কি? টুইটার যেমন তাদের ইউজারদের জানিয়ে দিয়েছিল ব্লু ব্যাজের জন্য এত পরিমাণ টাকা দিতে হবে। ঠিক একই পথ ধরল এবার মেটা। তারাও জানিয়ে দিল ব্লু ব্যাজের প্রিমিয়াম পরিষেবা চালু হতে চলেছে।

ফেসবুক ও ইন্সটাগ্রামে সেই ব্লু ব্যাজের জন্য এবার থেকে টাকা দিতে হবে ইউজারদের। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই পরিষেবা চালু হয়েছে ও কিছু কিছু জায়গায় আগামীতে হবে। মেটা হল পেরেন্ট কোম্পানি ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপের।

মেটার তরফ থেকে জানানো হয়েছে প্রতিমাসে ওয়েবের ক্ষেত্রে সাবস্ক্রিপশন ১১.৯৯ ডলার করে দিতে হবে। এদিকে আই ওএ সের ক্ষেত্রে দিতে হবে ১৪.৯৯ ডলার। স্বাভাবিকভাবেই যারা এই ব্লু ব্যাজের জন্য টাকা দেবেন তাদের সুরক্ষা ব্যবস্থা অন্যদের তুলনায় একটু বেশীই থাকবে। ইনস্টাগ্রাম, ফেসবুকে সাবস্ক্রিপশনে মিলবে বাড়তি সুবিধা।

আরো খবর: বেশ কয়েকটি কারণের জন্য মেয়েদের শ্মশানে যাওয়া নি’ষে’ধ! হয়তো শেষেরটিই মূ’ল কারণ

তাছাড়া এই বিষয় নিয়ে মার্ক জুকারবার্গ জানিয়েছে, মেটা ভেরিফায়েডের মাধ্যমে আপনার সরকারি পরিচয়ের মাধ্যমে একাউন্ট যাচাই করা হবে। সরাসরি দেওয়া হবে কাস্টোমার সার্ভিসের সুবিধা। তাছাড়া আপনার পরিচয় ব্যবহারকারী একাউন্ট গুলোর বিরুদ্ধে আপনাকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া হবে।

মেটার তরফ থেকে এই বিষয় নিয়ে জানানো হয়েছে যে ইন্সটাগ্রাম, টুইটারে ভেরিফায়েড রয়েছে তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটবে না। আপাতত বিজনেস একাউন্টের ক্ষেত্রে এই পরিষেবা চালু হতে চলেছে। এদিকে যারা কিনা ১৮ বছরের ঊর্ধে তারাই শুধুমাত্র এই পরিষেবা ব্যবহার করতে পারবে।