সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশজুড়ে কৃষকদের আয় বৃ’দ্ধি পেয়েছে! সমীক্ষায় দা’বি করলো SBI

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI) এর তরফ থেকে জানানো হয়েছে, দেশে কৃষকদের রোজগার বাড়ছে। একটি সমীক্ষায় এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

এই সমীক্ষায়, SBI এর তরফে বলা হয়েছে 2017-18 থেকে 2021-22 সালের মধ্যে দেশে চাষিদের আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 1.3-1.7%।

সারা দেশজুড়েই চাষিদের রোজগার বৃদ্ধি পেয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্র এবং কর্ণাটকে চাষিদের রোজগার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে৷ তবে, এই সমীক্ষা নানা কারণে গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: টিউশন ফি ব’কে’য়া থাকায় ছাত্রীকে বি’য়ে করে নিলেন শিক্ষক! হ’ত’বা’ক সকলেই, রইলো ভিডিও

কেন্দ্রীয় সরকার বারংবার দাবি করেছে, তাদের আমলে দেশে চাষিদের আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। কেন্দ্রের তরফ থেকে এও দাবি করা হয়েছে যে, চাষিদের ফলনের পরিমাণও কেন্দ্রের নীতির ফলে ব্যাপক বৃদ্ধি পেয়েছে।