সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে লঞ্চ হলো Google Bard, ফিচার্স দেখলে চ’ম’কে উঠবেন আপনি

গণিতের জটিল প্রশ্ন এক নিমেষে সমাধান করবে google Bard এতদিন যা উপলব্ধ ছিল ব্রিটেন ও আমেরিকায় এবার তা পাওয়া যাবে ভারত সহ ১৮০ টি দেশে। কি এই google bard আসুন জেনে নেয়া যাক। গুগলে এক নতুন ফিচারস যুক্ত হয়েছে যাতে মানুষরা টেক্সট টু ইমেজ প্লাগইন সাপোর্ট চ্যাটবটের মত নতুন ফিচার্স পেয়ে যেতে পারেন।

কোরিয়ান ও জাপানি ভাষা ছাড়াও প্রায় ৪০ টি ভাষা সাপোর্ট করার ক্ষমতা রাখে। তবে আপাতত google bard ডেভেলপিং পেজে রয়েছে আশা করা যাচ্ছে আগামী দিনে কোম্পানি আরও নতুন আপডেট ভার্সন নিয়ে আসবে। তবে এই ভার্সনেই যা পাওয়া যাচ্ছে সেগুলি হল:

আরো বেশি করে ভিজ্যুয়াল্ ফ্রেন্ডলি, মানুষ যেমন ভিজুয়াল চান ঠিক তেমনি তিনি দেখতে পাবেন, শুধু সঠিক তথ্যের মাধ্যমে বোঝাতে হবে google Bardকে। এতদিন পর্যন্ত গুগলে কোন কিছু সার্চ করলে গুগল তার পরিপ্রেক্ষিতে আমাদের ফটো ও লিংক দেখাতো এবার মানুষ সরাসরি প্রশ্ন উত্তর সেরে ফেলতে পারবেন।

এমনকি বিভিন্ন অ্যাপ তৈরি করার সাহায্য করবে সে। এছাড়া প্রবন্ধ লেখাও google bard এর মাধ্যমে হয়ে উঠল অত্যন্ত সহজ, যার জন্য প্রয়োজন পড়বে না কোন লিংকের।

আরো খবর: ভাইয়ের খা’রা’প কাজের জন্য ফে’র শিরোনামে ড্রামা কুইন রাখি সাওয়ান্ত, কি বললেন অভিনেত্রী?

google bard. এ রয়েছে PaLM 2 এর মত লেটেস্ট ল্যাঙ্গুয়েজ মডেল সাপোর্ট যা এক নিমেষে আপনার রিজনিং স্কিল সহ এডভান্স ম্যাথ করে দেবার ক্ষমতা, এমনকি কোডিংও চটজলদি করে দিতে পারবে অর্থাৎ জটিল সমস্যার একমাত্র সমাধান।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে জাভা স্ক্রিপ্ট রুবি গুগল সিট সি প্লাস প্লাস গুগল বারড পাইথন গো ইত্যাদি মতো আরও ২০টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতে সক্ষম google bard। সবথেকে চমকপ্রদ বিষয় হলো নতুন সফটওয়্যার নতুন অ্যাপ তৈরিতেও সাহায্য করতে সক্ষম৷ সফটওয়্যার ডিজাইন করার জন্য প্রয়োজন পড়বে না কোন ইঞ্জিনিয়ারের।

গুগলের এই নতুন ফিচার্স মানুষের যথেষ্টই দৃষ্টি আকর্ষণ করেছে। আগামী দিনে নতুন আপডেট ভার্সন পাওয়ার জন্য আমরা সকলেই উদগ্রীব হয়ে থাকবো।