সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কম দে’খ’তে সুন্দর পুরুষেই নারীরা বে’শি সু’খী! সমীক্ষায় উ’ঠে এ’লো এমনই ত’থ্য, জানুন কারণ

জীবন সঙ্গী বাছাই করার সময় নারীরা পছন্দ করে থাকেন এমন একজন পুরুষকে যিনি কিনা সুন্দর লম্বা এবং আকর্ষণীয় পুরুষ হবেন। তবে এই সম্পর্ক টিকে থাকতে গেলে শুধুমাত্র আকর্ষণীয় হতে হবে এমন নয় খেয়াল করতে হবে যাতে সম্পর্কে বেশিরভাগ সময় পুরুষদের তুলনায় নারীরা বেশী সুন্দরী হয়ে থাকেন। অর্থাৎ পুরুষদের থেকে আকর্ষণীয় হয়ে থাকতে হবে নারীদের।

সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে ফ্লোরীদা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায়। সেখানে 113 জন নববিবাহিত দম্পতির ওপর গবেষণা করে জানতে পাওয়া গেছে, স্ত্রীর থেকেই সৌন্দর্য পিছিয়ে থাকা স্বামীরা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বেশি যত্নবান হোন। ফলাফল হিসেবে বুঝতে পারা গেল, কম আকর্ষণীয় স্বামীরা বেশি প্রতিশ্রুতিবদ্ধ হন।

স্ত্রীকে হাসিখুশি রাখার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েন স্বামীরা। গবেষণায় আরো দেখা গেছে, দম্পতির মধ্যে পুরুষ সঙ্গী বেশি আকর্ষণীয় হলে নারী সঙ্গী একপ্রকার হীনমন্যতায় ভোগে। সেই দিক থেকে বিচার করলে সম্পর্কে নানা কু প্রভাব পড়ে নারী-সঙ্গীর থেকে পুরুষ সঙ্গী যদি বেশি সুন্দর হয়। ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলেন, গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে, আকর্ষণীয় চেহারার স্বামীর জন্য খারাপ প্রভাব পড়ে যে কোন সম্পর্কে। কিন্তু সম্পর্ক ভালো থাকে তখনই যখন স্ত্রী থেকে পুরুষরা কম আকর্ষণীয় হয়ে থাকেন।