Home দেশ পাকিস্তানের বা’না’নো “রুহ আফজা” আর ভারতে বি’ক্রি ক’রা যাবে না, আমাজনকে নি’র্দে’শ...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকিস্তানের বা’না’নো “রুহ আফজা” আর ভারতে বি’ক্রি ক’রা যাবে না, আমাজনকে নি’র্দে’শ দিল্লি হাইকোর্টের

ই-কমার্স সংস্থা আমাজন পাকিস্তানে তৈরি ‘রুহ আফজা’ নামক পানীয়টি এদেশে কখনওই বিক্রি করতে পারবে না। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। এদেশের হামদর্দ সংস্থার তরফে মামলাটি করা হয়েছিল। ‘হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশনে’র দাবি ছিল, ‘গোল্ডেন লিফ’ নামের এক সংস্থা ‘রুহ আফজা’ ট্রেডমার্কে আমাজনে ব্যবসা করছিল।

এদের তৈরি সামগ্রীগুলি এদেশের হামদর্দের তৈরি নয়। পরে জানা যায়, সেগুলি পাকিস্তানে তৈরি হয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর হাই কোর্ট আমাজনকে নির্দেশ দিয়েছিল, পাকিস্তানি সংস্থার তৈরি পানীয়টিকে তাদের বিক্রির তালিকা থেকে সরিয়ে দিক।

এবার আদালত জানিয়ে দিল, আমাজনের ওই পাক পানীয় বিক্রিতে চিরতরে নিষেধাজ্ঞা জারি করা হল। ‘হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশন’ এই সংস্থাটিই এদেশে ‘রুহ আফজা’ তৈরি করে।

আরো পড়ুন: ব’হু ক’ষ্টে ইনকাম করে মাকে সোনার হা’র উপহার ছেলের, আ’বে’গঘন ভিডিও ভাইরাল

১৯০৭ সালে হাকিম হাফিজ আব্দুল মজিদ প্রথম পুরানো দিল্লিতে বিক্রি করেছিলেন ‘রুহ আফজা’। ১৯৪৭ সালের পর হাকিমের এক ছেলে দিল্লিতে থেকে যান এবং অন্য জন পাকিস্তানে চলে যান। দুই দেশে তৈরি হয় ‘হমদর্দ ইন্ডিয়া’ এবং ‘হমদর্দ পাকিস্তান’ নামে দু’টি সংস্থা। দুই সংস্থাই ‘রুহ আফজা’ বিক্রি শুরু করে।