Home অফবিট ইরানের না’ম ছিল পারস্য, থাইল্যান্ডের নাম ছিল সিয়াম, জানুন বিশ্বের অন্য দেশগুলোর...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইরানের না’ম ছিল পারস্য, থাইল্যান্ডের নাম ছিল সিয়াম, জানুন বিশ্বের অন্য দেশগুলোর পু’রা’নো নাম

সময় ও পরিস্থিতির সাথে সাথে পৃথিবীর অনেক দেশের নামের বদল ঘটেছে। সেরকমই ভারতেরও বেশ কিছু প্রতিবেশী দেশ রয়েছে যাদের নাম এখন ভিন্ন। আজকের প্রতিবেদনে আমরা জানতে চলেছি বিশ্বের কয়েকটি বিখ্যাত দেশের পুরনো নাম কি ছিল।

• জাপানের পুরনো নাম ছিল নিপ্পন।
• ইরানকে বলা হতো পারস্য।
• তাইওয়ানকে আগে বলা হতো ফরমোসা।
• ইরাকের পুরাতন নাম ছিল মেসোপটেমিয়া।

আরো খবর: প্র’য়া’ত হলেন অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ, ভে’ঙে পড়েছেন চুমকী-রিনা

• ইউরোপের দেশ নেদারল্যান্ডকে আগে বলা হতো হল্যান্ড।
• মালয়েশিয়ার পুরাতন নাম ছিল মালায়া।
• থাইল্যান্ডকে বলা হতো সিয়াম।
• কম্বোডিয়ার আগের নাম কাম্পুচিয়া।

• ইথিওপিয়াকে আগে বলা হতো অ্যাবিসিনিয়া।
• তুরস্কের পুরানো নাম কুসতুনতুনিয়া।
• আফ্রিকার পুরাতন নাম ছিল গোল্ড কোস্ট। প্রথম আফ্রিকান দেশ ঘানা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হয়েছিল।
• আফ্রিকার আরও একটি দেশ জিম্বাবুয়ের আগের নাম সাউথ রোডেশিয়া।

• ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার প্রাচীন নাম সিলন। ১৯৭২ সালে এর নাম পরিবর্তিত হয়ে হয় লঙ্কা এবং নামের সম্মানার্থে নামের সাথে যুক্ত করা হয়েছিল ‘শ্রী’।
• ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারের আগের নাম ছিল বার্মা।
• পশ্চিমা দেশগুলোর কাছে ভারতের প্রতিবেশী দেশ চীন পরিচিত ছিল সিনে, সিনো, ক্যাথে এবং সেরেস নামে।
• যেহেতু বাংলাদেশ আগে ভারতের অংশ ছিল এবং এটি আগে বাংলার পূর্বাঞ্চল ছিল বলে তাই এর অপর নাম পূর্ববঙ্গ। তারপর ভারত বিভাগের সময় যখন এটি পাকিস্তানের অংশে চলে যায়, তখন থেকে এর নাম হয় পূর্ব পাকিস্তান। পরবর্তীতে ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে এই দেশ বাংলাদেশ নামে পরিচিতি লাভ করে।