সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিক্ষক নি’য়ো’গে এবার স্থগিতাদেশ দি’লো কলকাতা হাইকোর্ট

সঠিক প্রমাণ মিললে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়না কলকাতা হাইকোর্ট। তাই এসএসসি নিয়োগ নিয়ে একটা বড়ো সরো ঘোষণা করা হলো কলকাতা হাইকোর্ট থেকে। বলা হলো উচ্চ প্রাথমিক স্তরে কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বর্তমানে বন্ধ রাখতে হবে। এবং মামলার আগামী দিনের রায় না পাওয়া অব্দি কোনো নিয়োগ হবে না। কোনো সুপারিশ পত্র দিতে পারবে না স্কুল সার্ভিস কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসির তরফ থেকে গত ১৪ই অক্টোবর ৭৫০ টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করে পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। যাতে বলা হয়েছিল কর্মশিক্ষা বিষয়ে যোগ্য সবাই এই নিয়োগ পাবেন। কিন্তু এই নির্দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু।

বলা হয়েছে আগামী দুদিনের জন্য এসএসসিতে কোনো নিয়োগ করা যাবে না। কারণ এই নিয়োগ নিয়ে একটি বিস্ফোরক তথ্য দিয়েছেন এক চাকরি পার্থী। নাম সোমা রায়। তিনি মামলা করেছেন এই নিয়োগের বিরুদ্ধে। তিনি দাবি করেন তিনি ৭২ নম্বর পেয়েও নিয়োগের জন্য ডাক পান নি, অথচ তার থেকেও অনেক কম মাত্র ৫৬ নম্বর পেয়ে এক চাকরিপ্রার্থী নিয়োগের ডাক পেয়েছেন। তিনি এই নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ করেছেন।

আরো পড়ুন: আজই হয়তো বিশ্বের জনসং’খ্যা ৮০০ কোটিতে পৌঁ’ছে যা’বে! সমীক্ষা সামনে নি’য়ে এ’লো জাতিসংঘ

তার কাছে যথেষ্ট প্রমাণ আছে। যা ইতিমধ্যেই আদালতে জমা দিয়েছেন সোমা। আর তাই তার মামলা নিষ্পত্তি হওয়ার আগে অবধি এসএসসির এই নিয়োগ স্থগিত রাখা হবে বলে হাইকোর্ট মারফত জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই মামলার আগামী শুনানির ডেট স্থির করা হয়েছে আগামী বৃহস্পতিবার। সেদিনই জানা যাবে এই মামলার কি রায় দেন বিচারপতি বসু।