সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজই হয়তো বিশ্বের জনসং’খ্যা ৮০০ কোটিতে পৌঁ’ছে যা’বে! সমীক্ষা সামনে নি’য়ে এ’লো জাতিসংঘ

সমস্ত দেশেই দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধি হয়ে চলেছে। যেটা আগামী দিনে অনেকটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। ঠিক এই পরিস্থিতিতেই ইউনাইটেড নেশন জানিয়েছেন, আজ ১৫ নভেম্বরের মধ্যেই বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়নে পৌছবে। যেটা খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। আর ভারতের জনসংখ্যা আগামী ২০২৩ সালে চিনকেও ছাড়িয়ে যাবে।

চলতি বছরে ১১ জুলাই ছিল বিশ্ব জনসংখ্যা দিবস, আর সেখানেই জাতিসংঘ জানিয়েছিল বিশ্বের জনসংখ্যার একটি সম্ভাবনা প্রকাশ করেছিল আর সেখানেই উঠে এসেছে অবাক করা তথ্য। ১৯৫০ সালে প্রথম বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি যেটা কিনা ২০২০ সালে ১% এর নিচে নেমে এসেছে।

রিপোর্ট বলছে ২০৫০ সালের যে বিশ্বের জনসংখ্যা হবে সেটা অর্ধেকের বেশি মাত্র ৮ টি দেশে সংগঠিত হবে। এই দেশ গুলোর মধ্যে ভারত অন্যতম, মিশর, পাকিস্তান, ফিলিপিন্স, তানজানিয়া সহ আরও অনেকেই। বিশ্বের জনসংখ্যা ২০৩০ সালের মধ্যে হবে ৮.৫ বিলিয়ন ২০৫০ সালে সেটা দাড়াবে ৯.৭ বিলিয়নে, ২০৮০ সালে দাঁড়াবে ১০.৪ বিলিয়নে।

আরো পড়ুন: একই ব’ছ’রে প্রথমে ভাই, এরপর মা এখন বাবাকে হা’রা’লে’ন সাউথ স্টার মহেশ বাবু

এদিকে আবার রিপোর্টে এটাও বলা হয়েছে যে আফ্রিকা সহ এশিয়ার কিছু দেশ এমন রয়েছে যেখানে কিনা প্রজনন ক্ষমতা হ্রাস পেয়েছে। তার মধ্যে সাব সাহারান, আফ্রিকান দেশ গুলো রয়েছে , ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চলের কিছু জায়গা রয়েছে। এই ধরনের পরিস্থিতির কথা সামনে রেখেই জাতিসংঘের মহাসচিব স্থায়িত্ব ও টেকসই লক্ষ্যগুলীর দায়িত্ব তুলে ধরেন। আমাদের এটা আমাদের গ্রহের প্রতি যত্ন নেওয়ার কথা মনে করিয়ে দেয়।