সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই রাজ্যের ১১ টি জেলা দিয়ে দৌঁ’ড়া’বে বন্দে ভারত! ভাড়া ও স্টপেজ স’ম্প’র্কে জেনে নিন

আমাদের ভারতের এখন সবচেয়ে দ্রুতগামী ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস। পর পর ১৬ টি ট্রেন উদ্বোধন হয়ে গেলো। এই শেষের ট্রেনটিও কিছুদিন আগেই উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ট্রেনটি কোন রুটে চলবে কখন চলবে আসুন সেই সম্পর্কে জেনে নিই। দক্ষিণ রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, এই ট্রেনটি ১১টি জেলা দিয়ে ছুটে চলবে।

ট্রেনটি কেরলের রাজধানী তিরুবনন্তপুরম থেকে শুরু করে কাসারগোড় পর্যন্ত চলাচল করবে। মাঝে পড়বে কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম টাউন, ত্রিশুর, শোরানুরজেন, কোঝিকোড়, কান্নুর সহ মোট ১১টি জেলা। দুটি প্রান্তিক স্টেশনের সঙ্গে মাঝে পড়বে মোট ৭টি রেল স্টেশন।

সপ্তাহে ৬দিন চলবে এই ট্রেন। তবে বৃহস্পতিবার বন্ধ থাকবে বন্দে ভারত এক্সপ্রেস। এই নতুন ট্রেনটি ২৬শে এপ্রিল প্রথম পরিষেবা শুরু করেছে ট্রেনটি। এই ট্রেনটা ছাড়ার সময় সূচি হলো প্রতিদিন ভোর ৫.২০ মিনিটে তিরুবনন্তপুরম থেকে ছাড়বে এই ট্রেন। কাসারগোড় থেকে দুপুর আড়াইটার সময় ট্রেন ছাড়বে।

আরো খবর: বিমান-সেলিম-শতরুপের বি’রু’দ্ধে আদালতে সমন জা’রি, এবার কি করবেন বলে তো’প কুণালের

তিরুবনন্তপুরম থেকে কাসারগোড় পৌঁছাতে সময় লাগবে ৮ ঘন্টা। এই ট্রেনটির ভাড়া কত টাকা ধার্য করা হয়েছে আসুন সেই বিষয়ে জানা যাক। জানা যাচ্ছে কাসারগোড় থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত যাত্রী পিছু ১৫২০ টাকা লাগবে।

এই রুটে এক্সিকিউটিভ ভাড়া পড়বে ২৮১৫ টাকা। ভাড়া দেওয়ার সময়ই ক্যাটারিং চার্জ কেটে নেওয়া হবে। তবে কোনো যাত্রী যদি ট্রেনের খাবার না খান তবে ক্যাটারিং চার্জ বাদ দিতে পারেন।

প্রতিদিন এই রুটে একটি করেই ট্রেন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ট্রেনটি শুরু হওয়ার ফলে অনেক মানুষ উপকৃত হতে চলেছে যা নিঃসন্দেহে বলাই যায়।