সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিমান-সেলিম-শতরুপের বি’রু’দ্ধে আদালতে সমন জা’রি, এবার কি করবেন বলে তো’প কুণালের

মোহাম্মদ সেলিম বিমান বসু এবং শতরূপ ঘোষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। আর সেই মামলায় এবার তিনজনের সমন জারি করল আদালত। মূলত একটি মানহানির মামলা। ১৩ ই জুন কলকাতা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিতে হবে এই তিন বামপন্থীকে।

যদিও পিছিয়ে যাওয়ার পাত্র নয় বাম নেতা শতরূপ তিনি জানিয়ে দিয়েছেন আদালতেই আমি এর যোগ্য জবাব দেব। ঝামেলা শুরু হয়েছিল শতরূপের গাড়ি কেনাকে সূত্র করে। সিপিআইএমের সর্বহারা নেতা কি করে লাখ টাকার গাড়ি কেনেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল।

আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের পার্টি অফিসে বসে শতরূপ কুনাল ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এমনকি তাকে টেস্ট টিউব বেবি বলে কটাক্ষ করেন তিনি। এদিকে কুনাল তার জন্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করায় সোজা চলে যান আদালতে যেহেতু আলিমুদ্দিন স্ট্রিট সিপিআইএমের পার্টি অফিস তাই সেখানে বসে শতরূপ যা বলেছেন তাতে অন্যান্যদের শায় ছিল।

আরো খবর: সোনালী ব্যাঙে ভ’রে গিয়েছে গোটা জলাশয়, ভিডিও দেখে হ’ত’বা’ক সকলেই

এই ভেবেই তিনি তিনজনের বিরুদ্ধে মামলা করেন। কুনাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তীর তিনজনকেই ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করতে বলে একটি চিঠি পাঠান। সেই চিঠির কোন উত্তর মেলেনি। তাই ওই তিনজনের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা দায়ের করা হয়।

কুনাল ঘোষ জানিয়েছেন আমার আইনজীবী যে চিঠি পাঠিয়েছিল তার কোনরকম উত্তর দেননি বর্ষিয়ান থেকে তরুণ সিপিআইএম নেতা। তাই ওনাদের সমন পাঠানো হয়েছে