সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরপর ৫ দিন ব্যাংক ব’ন্ধ এই সপ্তাহে, জেনে নিন বিস্তারিত

এই সপ্তাহের পর পর পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে এই কদিন। অতএব এই কদিন আর ব্যাঙ্ক গ্রাহকরা নিকটবর্তী শাখায় টাকা তুলতে এবং জমা করতে পারবেন না। তাই ব্যাংকে যাওয়ার আগে জেনে নিন ব্যাংক হলিডে থাকবে কোন কোন দিন। আর বি আই এর ক্যালেন্ডার বলছে এই সেপ্টেম্বর মাসে ব্যাংকের পরিষেবা বন্ধ থাকবে সাত দিন।

এই সপ্তাহের ৮ই সেপ্টেম্বর, ৯ই সেপ্টেম্বর, ১০ই সেপ্টেম্বর ও ১১ই সেপ্টেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ৮ই সেপ্টেম্বর- শ্রীমন্ত শঙ্করদেবের তি উপলক্ষেথি, ৯ই সেপ্টেম্বর তিজ (হরিতলিকা) উপলক্ষে, ১০ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে, ১১ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন উপলক্ষে, ১২ই সেপ্টেম্বর রবিবার উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ব্যাংকের সাপ্তাহিক ছুটির দিন বাদে উপরে তালিকাভুক্ত সমস্ত ছুটি ‘Negotiable Instruments Act’- এর আওতায় আসে বলেই জানিয়েছে আর বি আই। আর বি আই এর ক্যালেন্ডার থেকে জানানো হয়েছে ৮ই সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেবের তিথি উপলক্ষ্যে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৯ই সেপ্টেম্বর গ্যাংটকে পালিত হবে তেজ (হরিতালিকা)। অতএব ঐদিন গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে।

গণেশ চতুর্থী/সংবৎসরী (চতুর্থী পক্ষ)/বিনায়ক চতুর্থী/ভারসিদ্ধি বিনায়ক ব্রত উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বাই, নাগপুর এবং পানাজিতে ১০ ও ১১ই সেপ্টেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ১২ই সেপ্টেম্বর রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।