সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’দ’ল ঘ’ট’তে চলেছে মন্ত্রীসভায়, বা’দ পড়তে পারেন ৫ থেকে ৬ জন, জানালেন মমতা

মন্ত্রীসভার রদবদল এবার হতে চলেছে আগামী বুধবারে। আজ সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠক ডেকেছিলেন তিনি। এরপরেই তিনি সাংবাদিক বৈঠক ডাকেন আর সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেয় আগামী বুধবার মন্ত্রী সভার এক রদবদল হতে চলেছে।একটি ছোট্ট রিশাফল হতে চলেছে বলে জানা গিয়েছে। কিছু কিছু ফাঁকা জায়গায় দলের বাকি মন্ত্রীদের কাজে লাগাতে চান তিনি।

দলের কাজে কয়েকজন মন্ত্রীকে ব্যবহার করতে চান তিনি, তাছাড়া এই কথার পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে কয়েকজনকে হয়ত তার নিজের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন মুখ্যমন্ত্রী।তবে স্পষ্ট এখনও কিছুই বলা সম্ভব হচ্ছে না , কারণ আগামী বুধবার না আসা পর্যন্ত কিছুই স্পষ্ট নয়।

আজ সোমবার যখন মন্ত্রীসভার বৈঠক শেষ হয় তখন সাংবাদিক বৈঠকে তাকে অনেক কিছুই প্রশ্ন করা হয়। তাহলে কি মন্ত্রী সভার রদবদল হচ্ছে? এই প্রশ্নের উত্তরে জানায়, মন্ত্রীসভার বদলের দরকার।

আরো পড়ুন: বাড়ির মধ্যে কোথায় কোথায় টা’কা রাখলে শ্রী’বৃ’দ্ধি ঘ’টে? কি বলছেন বাস্তুবিদরা

কারণ তার একার পক্ষে এতগুলো দিক দেখা সম্ভব নয়। তবে আজ সেই মন্ত্রীত্বের পরিবর্তন হয়নি। তাই আগামী বুধবার এই রিশাফল করব। আজকে অনেকেই অনুমান করেছিল হয়তো এবার ঢেলে সাজাবেন মন্ত্রীত্ব, নতুন কোন মন্ত্রী কি কি দায়িত্ব পেতে চলেছেন সেটা নিয়েও দারুণ আলোচনার সৃষ্টি হয়েছিল কিন্তু আজ সোমবার আর সেটা হচ্ছে না।

তার জন্য অপেক্ষা আগামি বুধবার। নতুন মন্ত্রিসভা নিয়ে দারুণ জলঘোলা হয়েছিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই চাইছিলেন না। আজ যার দারুণ একটা আশা ছিল, কিন্তু সেটা আগামী বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন। তাছাড়া তিনি বলেছেন, কয়েকজন মন্ত্রীকে নতুন দায়িত্ব দেওয়া হবে আবার কয়েকজনকে দলের কাজে লাগানো হবে।