সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স’ঞ্চ’য়ে ওস্তাদ পাখি! দেওয়ালে ৩১৭ কেজি ফল সংগ্রহ করা দেখে হ’ত’বা’ক বাড়ির মালিক

এই পৃথিবীতে প্রত্যেক মানুষ নিজের ভবিষ্যতের জন্য কিছু না কিছু সঞ্চয় করে রাখে। শুধু পশু পাখি নয়, এই জগতের প্রত্যেকটা প্রাণী নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে জানে। মানুষ যেমন অল্প করে অর্থ সঞ্চয় করে ডাকে তেমন অন্যান্য পশু পাখিও অল্প অল্প করে খাদ্যবস্তু সঞ্চয় করতে চায়। সম্প্রতি তেমনই একটি ছবি সোশ্যাল মিডিয়াতে দুরন্ত গতিতে ভাইরাল হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে, এক পাখি নিজের ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রেখেছে এবং সেই পাখির সঞ্চিত খাদ্যের পরিমাণ দেখে চক্ষু চরক গাছ গাছ হয়ে গেছে সকলের।

ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে একটি কাঠঠোকরা পাখি এতটাই খাদ্য সঞ্চয় করে রেখেছে যেন মনে হচ্ছে পরজন্মে এসে সেই খাবার সে আবার খাবে। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। যে বাড়িতে পাখিটি খাদ্য সঞ্চয় করে রেখেছিল সেই বাড়ির মালিক দেওয়াল থেকে ৩১৭ কেজি ফল সংগ্রহ করেছে।

বাড়ির মালিক একদিন যখন দেওয়াল থেকে এরকম ছোট ছোট দানা বেরিয়ে আসতে দেখে তখনই পেস্ট কন্ট্রোল কর্মীদের খবর দেন। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন পেস্ট কন্ট্রোল কর্মী। এরপর বাড়ির দেয়াল থেকে উদ্ধার করা হয় শতাধিক ছোট ছোট ফল।

আরো খবর: ১০ টা’কা’র চিপসে ঠিক কতটা চিপস থাকে? জানলে ভিমড়ি খে’য়ে পড়বেন!

ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। ছবিটি দেখে নেটিজেনরা অবাক হয়ে যান কিভাবে একটি পাখি আসতে আসতে এত খাদ্য জমিয়ে রেখেছে অল্প অল্প করে।


পাখিটি কতটা পরিশ্রম করে এই ফল জমিয়েছিল কিন্তু মুহূর্তের মধ্যে তার সমস্ত স্বপ্নচুরমার হয়ে গেল। একদিকে যেমন একদল পাখিটির কষ্টে দুঃখ প্রকাশ করছে তেমন অন্যদিকে অনেকেই বাড়ির মালিককেও সাপোর্ট করেছেন। এই ফল যদি বেশিদিন থাকত তাহলে যে কোন সময় বাড়ি ভেঙে পড়তে বলে আশঙ্কা সকলের।